বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন।
নয়াদিল্লি: বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার (Kuldeep Sengar) উন্নাও ধর্ষণ মামলায় (Unnao Rape Case) দোষী সাব্যস্ত হলেন দিল্লির তিস হাজারি কোর্টে। আর এক অভিযুক্ত শশী সিংহকে খালাস করে দিয়েছে আদালত। সাজা ঘোষণা সম্ভবত ১৯ ডিসেম্বর। অভিযুক্ত কুলদীপের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। ২০১৭ সালে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপর ওই নাবালিকা ও তার পরিবারকে প্রশাসনিক অবহেলা, পুলিশি নিষ্ক্রিয়তার সম্মুখীন হতে হয়। পরে কুলদীপ সিংহ সেঙ্গার গ্রেফতার হলে এক বছর পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। দু'বছর আগে হওয়া ওই ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরে শিউরে উঠেছিল গোটা দেশ।
Citizenship Law Protest: পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বহু অঞ্চলে বন্ধ ইন্টারনেট
তাঁর উপরে হওয়া নিগ্রহের বিচার চেয়ে গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লখনউয়ের বাড়ির সামনে উপস্থিত হন ওই নিগৃহীতা। তিনি জানিয়ে দেন, তাঁর কথা না শোনা হলে তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করবেন।
এর আগে ওই নিগৃহীতার বাবাকে প্রবল মারধর করে কুলদীপের ভাই। পরে মারাত্মক জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তাঁর।
গত জুলাই মাসে নিগৃহীতা তরুণী তাঁৱ আইনজীবী ও দুই কাকিমার সঙ্গে আদালতে যাওয়ার সময় একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা মারে। সেই গাড়ির নম্বরপ্লেটে কালো রং করা ছিল। উত্তরপ্রদেশের রায়বেরিলি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিগৃহীতার দুই কাকিমা, যাঁদের একজন ওই ঘটনার সাক্ষী ছিলেন, মারা যান। গুরুতর জখম হন নিগৃহীতা। পরে তাঁকে দিল্লির এইমসে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ দিন চিকিৎসা চলার পর সেপ্টেম্বরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।