৮৬ জনকে প্রতিরোধী আটক বা প্রিভেন্টিভ কাস্টডিতে নেওয়া হয়েছিল (প্রতীকি ছবি)
কলকাতা: বড়দিনের আগে শহর ও শহরতলিতে আইন ভেঙে কলকাতা পুলিশের জালে অন্তত ১৭২৬ জন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (Joint CP) অপরাধ দমন (Crime) বুধবার পিটিআইকে এ কথা জানান। তিনি বলেছেন, মোট ১৭২৬ জনের মধ্যে ১৪৩ জনকে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। ৫৫৮ জনকে বেআইনি কাজের জন্য আর জুয়ার ঠেক থেকে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাইক বা স্কুটারে তিনজনকে চাপিয়ে চালানোর দায়ে ২৬২ জনকে আর হেলমেট ছাড়া গাড়ি চালানোর অপরাধে ৪৯৬ জনকে হাজতে নেওয়া হয়েছিল। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১০৬ জনকে আর নিয়ন্ত্রিত বেগের উপরে গাড়ি চালানোর জন্য ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছিল, দাবি করেন ওই পুলিশ আধিকারিক। এমনকি আইন-শৃঙ্খলা খারাপ করতে পারে এই আশংকা থেকে ৮৬ জনকে প্রতিরোধী আটক বা প্রিভেন্টিভ কাস্টডিতে নেওয়া হয়েছিল। তিনি স্পষ্ট করেছেন শহর, শহরতলি আর রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বড়দিন, ইংরেজি নতুন বছর--এই উৎসবের মরসুমে আনন্দ আর শান্তির পরিবেশ কেউ যাতে বিঘ্নিত করতে না পারে তাই এই ব্যবস্থা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)