আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে
কলকাতা: প্রবল বর্ষণে মধ্য কলকাতার একটি বাড়ি ভেঙে পড়ে একজনের মৃত্যু হল। আহত হলেন দুজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক।
রাত আড়াইটে নাগাদ মধ্য কলকাতার মুচিপাড়া থানার বৈঠকখানা রোডে ওই বাড়িটি ভেঙে পড়ে বলে জানান তিনি।
মৃতের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। এক পদস্থ অফিসার জানান, ওই ব্যক্তি বাড়িটির বাসিন্দা কি না, জানা যায়নি তাও।
আশঙ্কাজনক অবস্থায় দুজন আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)