দুর্ঘটনার পরে উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।(ফাইল ছবি)
হাওড়া: হাওড়ায় বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ হাওড়ার রাণীহাটির দিকে যাচ্ছিল ট্রাকটি। সেই সময় আমতাগামী বাইকের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরেই ট্রাকটিকে ফেলে রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর আমতা-রাণীহাটি রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমতা থানার তরফে জানানো হয়েছে, পথ অবরোধের ফলে আমতা থেকে হাওড়া ও কলকাতার যান চলাচল ব্যাহত হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত বাইক আরোহী চন্দ্রপুর মোকশেদপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)