This Article is From May 23, 2018

নিপাহ ভাইরাসে কেরলে মৃত 10

এক পরিবারের দুই ভাই এবং এক মহিলা মারা গেছে,যাদের সংক্রমণের উপকেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে

নিপাহ ভাইরাসে কেরলে মৃত 10
থিরুভানানথাপুরাম: রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে 10 জন মারা গিয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। একটি পরিবারের দুই ভাই এবং অন্য একটি মহিলার মৃত্যু ঘটে এই রোগে, তাদেরই সংক্রমণের উপকেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।

যারা মারা গেছে তারা মূলত কোঝিকোড় ও মল্লাপুরমের বাসিন্দা ছিল। কোঝিকোড়ে 8 জন মারা গেছে।

কোঝিকোড়ে পেরামবাড়ার গ্রামের এক পরিবার থেকে সংক্রমন ছড়িয়ে পড়ে। নিপাহের উপসর্গের সাথে তাদের প্রথমে হাসপাতালে নিয়ে আসা হয়।

কুড়ি বছর বয়সী দুই ভাইকে নিয়ে আসা হয়, সোমবার তারা মারা গেছে, এই মহিলাও হাসপাতালে প্রাণত্যাগ করেছে। 

এই দুই যুবকের বাবার অবস্থা যথেষ্ট সঙ্কটজনক।

 
.