This Article is From Oct 28, 2018

কেএমডিএ'র আর্ট গ্যালারিতে রাখা হবে 10'টি দুর্গাপ্রতিমা

কেএমডিএ'র পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আর্ট গ্যালারিটি প্রতিমা দর্শনের জন্য সাধারণ মানুষের জন্য কালিপুজোর আগেই খুলে দেওয়া হবে।

Advertisement
অল ইন্ডিয়া Translated By
কলকাতা:

রবীন্দ্র সরোবর এলাকায় কেএমডিএ পরিচালিত যে আর্ট গ্যালারি আছে, সেখানে শহরের বিখ্যাত পুজোগুলির মধ্যে দশটি বাছাই করা পুজো প্যান্ডেলের মূর্তি এনে রাখা হবে বলে জানানো হল। গত বছরের দুর্গাপুজো থেকে 'চেতলা অগ্রণী', 'দমদম পার্ক' এবং 'ভবানীপুর 75 পল্লি'র প্রতিমা ইতিমধ্যেই আর্ট গ্যালারিতে জায়গা করে নিয়েছে। এই বছর আরও সাতখানা প্যান্ডেলের প্রতিমা ওইখানে জায়গা পাবে বলে জানা গিয়েছে। যাদের মধ্যে 'বেহালা ফ্রেন্ডস ক্লাব' এবং 'বকুলবাগান'-এর প্রতিমাও রয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সংবাদসংস্থা পিটিআই'কে কেএমডিএ'র এক কর্তা জানান, "যাঁরা অত্যাধিক ভিড় এবং অন্যান্য কারণের ফলে এই বছর বিখ্যাত প্যান্ডেলগুলিতে গিয়ে প্রতিমা দর্শন করতে পারেননি, তাঁদের জন্য এবং সমস্ত দেশিয় ও বিদেশি পর্যটকদের এই শহরের উৎকৃষ্ট শিল্পকলার সঙ্গে পরিচিতি ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে"। 

 

'ভবানীপুর 75 পল্লি'র সভাপতি সুবীর দাস বলেন, আমরা গত বছর মেহগনি কাঠ দিয়ে যে প্রতিমা বানিয়েছিলাম, তা এই বছরের পুজো শুরু হওয়ার অনেক আগেই সংশ্লিষ্ট আর্ট গ্যালারিটিতে স্থান পেয়ে গিয়েছে"। 

Advertisement

 

কেএমডিএ'র পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আর্ট গ্যালারিটি প্রতিমা দর্শনের জন্য সাধারণ মানুষের জন্য কালিপুজোর আগেই খুলে দেওয়া হবে। 

Advertisement

 

এই গ্যালারিতে প্রতিমা সংরক্ষণের পরিকল্পনাটি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এই গ্যালারি সংক্রান্ত কাজ শুরু হয়ে যায় 2016 সালেই।

Advertisement

 

যদিও গ্যালারিটি 2012 সালে যাত্রা শুরু করেছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।  2016 সালে দু'কোটি টাকা বাজেটের বিনিময়ে ফের কাজ শুরু হয়।

Advertisement