This Article is From Jun 12, 2018

বজ্রাঘাতে রাজ্যে আজ মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো 10

বাঁকুড়ার সুপারিটেন্ডেন্ট সুখেন্দু হীরা জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে একই পরিবারের মা এবং মেয়ে দুটি পৃথক জায়গায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন।

বজ্রাঘাতে রাজ্যে আজ মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো 10

খোদ বাঁকুড়াতে মোট চার জন, হুগলিতে তিন জন মানুষ বজ্রাঘাতে নিহত হয়েছেন

কলকাতা: সারাদিনের ঝড় বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগ 10 জন মানুষের প্রাণ কেড়ে নিলো। সরকারিভাবে দুপুর অবধি এই সংখ্যাটা ছিল তিন কিন্তু এখন সেটা বেড়ে দাঁড়ালো 10! পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা খবর অনুযায়ী জানা যাচ্ছে, খোদ বাঁকুড়াতে মোট চার জন, হুগলিতে তিন জন মানুষ বজ্রাঘাতে নিহত হয়েছেন। আর বীরভূম, মেদিনীপুর, উত্তর 24 পরগণায় এক জন করে মানুষের মৃত্যুর খবর এসে পৌঁছেছে।

বাঁকুড়ার সুপারিটেন্ডেন্ট সুখেন্দু হীরা জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে একই পরিবারের মা এবং মেয়ে দুটি পৃথক জায়গায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। আর মাঠে কাজ করার সময় রাজারাম গ্রামের এক মহিলার মৃত্যু হয়। এবং নিত্যানন্দপুর থেকে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

অফিসাররা জানিয়েছেন, এছাড়াও বেশ কিছু মানুষ বজ্রাঘাতে বাজে ভাবে আহত হয়েছে।

এর আগে গত রবিবারই কলকাতার বিবেকানন্দ পার্কে একজন উঠতি ক্রিকেটারও বজ্রাঘাতে প্রাণ হারায়। আর আজ আবার এমন একটা প্রাকৃতিক দুর্যোগে বাংলার অনেকগুলো মানুষ প্রাণ হারালো।


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.