This Article is From Mar 24, 2020

কলকাতার করোনা আক্রান্তের মৃত্যুর পর পরীক্ষা হাসপাতালের ১০ কর্মীর, ফলাফল নেগেটিভ

আরও ৫ জন কর্মীকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসকরাও রয়েছেন। পরে তাঁদের পরীক্ষা করে দেখা হবে। পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও ৩৪ জনকে।

কলকাতার করোনা আক্রান্তের মৃত্যুর পর পরীক্ষা হাসপাতালের ১০ কর্মীর, ফলাফল নেগেটিভ

পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই হাসপাতালের আরও ৩৪ জনকে।

হাইলাইটস

  • ১০ জন কর্মীর শরীরে করোনার পরীক্ষা করা হয়েছে, ফলাফল নেগেটিভ
  • আরও ৫ জন কর্মীকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে
  • পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও ৩৪ জনকে

কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দমদমের (West Bengal) এক ব্যক্তির। প্রাথমিক ভাবে এই তথ্য জানা গেলেও পরে গুজব রটে যে কিছুদিন আগে নাকি ওই ব্যক্তি ইতালি গেছিলেন। যদিও প্রতিবেশীদের মাধ্যমে ছড়ানো এই গুজবকে উড়িয়ে দিয়ে সরকারি সহায়তায় সম্পন্ন হয়েছে মৃত ব্যক্তির শেষকৃত্য। এই পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয়। তবে যে হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেখানকার ১০ জন কর্মীর শরীরে করোনার পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ। আরও ৫ জন কর্মীকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসকরাও রয়েছেন। পরে তাঁদের পরীক্ষা করে দেখা হবে। পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও ৩৪ জনকে।

"করোনা" সম্পর্কে রাত ৮ টায় প্রধানমন্ত্রীর ভাষণ, দুপুর ২টোয় বলবেন অর্থমন্ত্রী

উত্তর চব্বিশ পরগনার দমদমের বাসিন্দা ওই ব্যক্তিকে ১৬ ফেব্রুয়ারি জ্বর ও শুকনো কাশির উপসর্গ সমেত হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ ফেব্রুয়ারি তাঁর অবস্থার অবনতি ঘটে, এরপর তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি।

২৩ ফেব্রুয়ারি, সোমবার মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত, রাজ্যে এটাই করোনা ভাইরাসের সংক্রমণে প্রথম মৃত্যু।

লকডাউনের পরোয়া না করে রাস্তায়! প্রথম দিনেই ২৫৫ জনকে গ্রেফতার করল পুলিশ

পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জেলাগুলিতে লকডাউন চলছে। লকডাউন দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৭।

গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে কোভিড-১৯ ভাইরাস সংক্রামিত হতে শুরু করে। তারপর ক্রমেই বিশ্বের অসংখ্য দেশে ছড়িয়ে পড়ে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। 

.