পোর্ট ব্লেয়ার: এনআরসির তালিকা নিয়ে দেশজুড়ো বিতর্কের মাঝেই উত্তর আন্দামান দ্বীপপুঞ্জে ভূয়ো কাগজপত্র নিয়ে অবৈধভাবে এই দেশে থাকার কারণে মোট দশজন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। ওই দশজনকে গতকাল সন্ধেবেলায় দিগলিপুর অঞ্চল থেকে গ্রেফতার করে পুলিশ।
সাংবাদিকদের এই কথা জানান দিগলিপুর থানার অফিসার মহেশ যাদব। পোর্ট ব্লেয়ার থেকে 325 কিলোমিটার দূরে অবস্থিত দিগলিপুর আদতে একটি পর্যটন কেন্দ্র।
“ধৃত ব্যক্তিরা প্রথমে দাবি করেছিল, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারা আমাদের রেশন কার্ড এবং ভোটার কার্ডের মতো কিছু পরিচয়পত্রও প্রমাণস্বরূপ দেখায়, কিন্তু সেগুলি সবই ছিল ভূয়ো”, বলেন মহেশ যাদব।
তিনি বলেন, ওই ধৃত দশজনকে উত্তর আন্দামান থেকে পোর্টে ব্লেয়ারে নিয়ে আসা হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)