This Article is From Feb 09, 2019

রাজস্থানে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা পৌঁছল ১০০-তে, শেষ ৪৮ ঘন্টায় মারা গেলেন ৯ জন

চিকিৎসকরা জানাচ্ছে, এই বছর সোয়াইন এত দ্রুত ছড়ানোর মূলে রয়েছে শুকনো ও কনকনে ঠাণ্ডা। এছাড়া, ঝোড়ো বাতাস ও বৃষ্টির ফলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেড়ে উঠতে পারছে সহজে।

গত বছর রাজস্থানে সোয়াইন ফ্লু আক্রান্তের মোট সংখ্যা ছিল ১০৮৮ জন

জয়পুর:

ফের সোয়াইন ফ্লু হানা দিল। এবার এই ভাইরাসের গন্তব্য রাজস্থান। এই বছরের শুদু থেকেই রাজস্থানে ১০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসের প্রকোপে। গত ৪৮ ঘন্টায় মারা গিয়েছেন ৯ জন মানুষ। সতর্কতা জারি হয়েছে গোটা রাজ্য জুড়ে। সরকার এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে উঠেপড়ে লেগেছে। প্রসঙ্গত, সোয়াইন ফ্লু রাজস্থানের জন্য অন্যতম বড় সমস্যা বেশ কয়েক বছর ধরেই। গোটা দেশের মোট সোয়াইন ফ্লু আক্রমণের ৭০ শতাংশের শিকার হয়েছেন রাজস্থানের মানুষ। গোটা দেশে ২২৫ জন মারা গিয়েছেন সোয়াইন ফ্লু'তে। সরকারি হিসেব অনুযায়ী। তাঁদের মধ্যে ১০০ জন হলেন রাজস্থানের বাসিন্দা।

চিকিৎসকরা জানাচ্ছে, এই বছর সোয়াইন এত দ্রুত ছড়ানোর মূলে রয়েছে শুকনো ও কনকনে ঠাণ্ডা। এছাড়া, ঝোড়ো বাতাস ও বৃষ্টির ফলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেড়ে উঠতে পারছে সহজে।

গত বছর মোট ১০৮৮ জন আক্রান্ত হয়েছিলেন রাজস্থানে সোয়াইন ফ্লু'তে। যার মধ্যে বেশিরভাগই শুরু হয়েছিলেন সাধারণ জ্বর-সর্দিকাশি থেকে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা বলেন, এই ভাইরাসের প্রকোপ কমাতে গোটা রাজ্যেই কড়া ব্যবস্থা নিচ্ছে রাজস্থান সরকার। তার মধ্যে জনবসতিপূর্ণ অঞ্চলে স্ক্রিনিং করাও শুরু হয়েছে।

“রাজস্থানের জনসংখ্যা ৭ কোটি। আর, আমরা স্ক্রিনিং করেছি ১ কোটি মানুষকে। এই প্রক্রিয়া এখন চলতে থাকবে। এছাড়া, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের মতো জায়গায়ও উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি আমরা”, বলেন তিনি।  

.