অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি মীরপেট অঞ্চলের রাস্তা থেকে কুকুর সরিয়ে তাদের হত্যা করেছে বলে জানা গেছে (রিপ্রেসেন্টেনশনাল)
হায়দ্রাবাদ:
জঙ্গলে প্রায় 100 টি কুকুরের মৃতদেহ পাওয়া যাওয়ার অভিযোগে শুক্রবার একটি এফআইআর রেজিস্টার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও জানা গেছে, 16ই মে একটি এনজিও অভিযোগ করেছে, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি মীরপেট অঞ্চলের রাস্তা থেকে কুকুর সরিয়ে কাছের কোঙাড়া জঙ্গলে তাদের হত্যা করেছে।
তাঁরা আরও বলেন, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এনিম্যালস এক্ট এবং আইপিসি ধারার এই রকম আরও কিছু আইনের আওতায় একটি কেস নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলের কাছেই প্রায় 100 টি কুকুরের মৃতদেহ পাওয়া গেছে।
এছাড়াও জানা গেছে, পশুচিকিৎসকরা ময়নাতদন্তের জন্য ল্যাবরেটরিতে নমুনা পাঠিয়েছেন এবং রিপোর্টের অপেক্ষা করছেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)