This Article is From Jun 15, 2020

মায়ের উপস্থিতি ছাড়া পেনশনে 'না'! ব্যাঙ্কের নিদানে শতায়ু বৃদ্ধাকে খাটিয়ায় টানলেন মেয়ে

এদিকে ওড়িশায় মোট সংক্রমিত ৩৯০৯। তাঁদের মধ্যে সক্রিয় সংক্রমণ প্রায় ১২০০। মৃত ১১।

মায়ের উপস্থিতি ছাড়া পেনশনে 'না'! ব্যাঙ্কের নিদানে শতায়ু বৃদ্ধাকে খাটিয়ায় টানলেন মেয়ে

মায়ের পেনশন পেতে বৃদ্ধার শারীরিক উপস্থিতি প্রয়োজন। একশো কিমি মাকে খাটিয়ায় টানলেন মহিলা।

ভুবনেশ্বর:

ওড়িশার নুয়াপদা জেলার একটা ভাইরাল ভিডিও দেশের লকডাউন চিত্রকে আরও উদ্বেগের মুখে ফেললো। সেই ভিডিওতে দেখা গিয়েছে, পেনশনের টাকা তুলতে মাকে খাটে টেনে ব্যাঙ্কে নিয়ে যাচ্ছে এক মহিলা। যা দরিদ্র, অসংবেদনশীল সমাজেরই প্রতিফলন। বলছেন সমাজতত্ত্ববিদরা। জানা গিয়েছে ভুবনেশ্বর থেকে ৪৩৩ কিমি দূরে অবস্থিত এই নুয়াপদা। জানা গিয়েছে, ভিডিওর বৃদ্ধার শতায়ু। আর মহিলার বয়স চল্লিশের কোঠায়। পেনশনভোগীর ব্যাঙ্কে শারীরিক উপস্থিত প্রয়োজন। নয়তো ছাড়া হবে না টাকা। তাই বাধ্য হয়ে রুগ্ন ওই বৃদ্ধাকে খাটে বসিয়ে টানা শুরু করে ওই মহিলা। মধ্য জুনের এই তাপে কষ্টসাধ্য সেই যাত্রা দেখে চোখে জল এসেছে অনেক নেটিজেনের। ব্যাঙ্কের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নুয়াপদার বিধায়ক এই বিতর্ক প্রশমনে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।

যদিও বিধায়কের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নিজে দায়িত্ব না নিয়ে রাজ্যের কোর্টে কেন বল ঠেললেন? ঠেললেন প্রশ্ন তুলছেন অনেকে। দেখুন সেই ভিডিও:

এদিকে ওড়িশায় মোট সংক্রমিত ৩৯০৯। তাঁদের মধ্যে সক্রিয় সংক্রমণ প্রায় ১২০০। মৃত ১১।

(ANI থেকে সংগৃহীত)

.