Jallianwala Bagh Massacre Date: ২০১৯ সালের ১৩ এপ্রিল সেই ঘটনার ১০০ বছর পূর্ণ হবে
হাইলাইটস
- ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্ণ হবে
- নিরপরাধ ভারতীয়দের সে দিন নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল
- ব্রিটিশ প্রধানমন্ত্রী মৌখিক ক্ষমা চাইলেও কোনও লিখিত বিবৃতি দেননি
নিউ দিল্লি: ২০১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০তম বছর হবে (April 13, 2019 will mark 100 years of the Jallianwala Bagh massacre)। বিশ্বের ইতিহাসে এই হত্যাকাণ্ড অন্যতম বড় এবং ভয়ানক নৃশংসতা বলে বিবেচিত হয়। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হাতে অমৃতসরে শতাধিক ভারতীয়ের প্রাণ যায়। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ১৯১৯ সালের ১৩ এপ্রিলের সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ( Jallianwala Bagh Massacre) ভারতে ব্রিটিশ ইতিহাসের একটি লজ্জাজনক ক্ষত বলে উল্লেখ করেছেন ("shameful scar" on the British Indian history)। তবে তিনি ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের আগের বিতর্ক অনুযায়ী একটি ছোট্ট আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনার দাবিকে নাকচ করে দিয়েছেন। নিজের বক্তব্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০তম বছরের উল্লেখ করে তিনি বলেন," ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের ট্রাজেডি ভারতে ব্রিটিশ ইতিহাসের একটি লজ্জাজনক ক্ষত। ১৯৯৭ সালে জালিয়ানওয়ালাবাগ ভ্রমণের আগে রানী দ্বিতীয় এলিজাবেথও (Queen Elizabeth II) একই সুরে বলেছিলেন, "ভারতে আমাদের ইতিহাস এর ক্ষেত্রে এটা একটি খারাপ উদাহরণ স্বরূপ।"
অভিনেত্রী কাজলের ছবি তুলে দিল ৮ বছরের সন্তান যুগ! ফটোগ্রাফি দেখে স্তব্ধ নেটবিশ্ব
১০০ বছর আগে কি হয়েছিল:
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম মোড় ঘোরানো ঘটনা হিসেবে চিহ্নিত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেখানে পাঞ্জাবের অমৃতসরের একটি বাগানে পনেরো থেকে কুড়ি হাজার ভারতীয় জমায়েত করেছিলেন। যার বেশিরভাগই ছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ। তারা বৈশাখী উদযাপনের জন্য জমায়েত হয়েছিলেন। এটি পাঞ্জাবের একটি কৃষি-উৎসব। একই সঙ্গে তাদের উদ্দেশ্য ছিল রাওলাট আইন নামক যে দমনমূলক আইন ভারতীয়দের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরোধিতা করা। এই রাওলাট আইনের মাধ্যমে কোনও রকম পরোয়ানা ছাড়াই যে কোনও কাউকে ব্রিটিশরা গ্রেফতার করে জেলে ভরে রাখতে পারতো। সত্যপাল এবং ডক্টর সইফুদ্দিন কিচলুর গ্রেফতারের বিরুদ্ধেও জালিয়ানওয়ালাবাগে সে দিন ক্ষোভ জানানোও ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বৈশাখী উদযাপন করতে জমায়েত হওয়া মানুষেরা জানতেন না, সে দিন তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে।
ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির প্রায় পঞ্চাশটি দল সে দিন কলোনেল রেজিনাল্ড ডায়ারের নেতৃত্বে পুরো জালিয়ানওয়ালা বাগটি ঘিরে ফেলে। জেনারেল ডায়ারের নির্দেশে অবিশ্রান্ত গুলি চালানো হয় জমায়েত হওয়া সাধারণ নাগরিকদের উপরে। প্রায় দশ মিনিট ধরে চলে এই নারকীয় হত্যাকাণ্ড। ১৬৫০টি বুলেট এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল।
উপনিবেশিক ইতিহাসের রেকর্ড ঘাঁটলে জানা যায় ৪০০ মানুষ এই হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন। সেনারা পুরুষ-নারী এবং শিশু নির্বিশেষে একটি ঘেরাটোপের মধ্যে সকলের উপরে সে দিন গুলি চালিয়েছিল। তবে ব্রিটিশদের হিসেবে ৪০০ জনের মৃত্যু হয়েছে বলা হলেও, ভারতীয় হিসেবে বলে প্রায় ১০০০ জনের বেশি মানুষ সে দিন প্রাণ হারিয়েছিলেন।