This Article is From Mar 09, 2019

লরি বোঝাই বিস্ফোরক আটক টালা ব্রিজে

এক পুলিশ আধিকারিক জানান, ২৭টি বস্তায় প্রায় ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট রাখা ছিল, যা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়।

লরি বোঝাই বিস্ফোরক আটক টালা ব্রিজে

বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল বলে পুলিশের অনুমান। (ছবি প্রতীকী)

হাইলাইটস

  • টালা ব্রিজে লরিটিকে আটক করেছে পুলিশ
  • লরির চালক ও খালাসিকে পুলিশ আটক করেছে
  • ঘটনার তদন্ত চলছে
কলকাতা:

খোদ কলকাতার রাস্তায় উদ্ধার হাজার কেজি বিস্ফোরক! চিতপুর এলাকা থেকে আজ ভোর রাতে লরি বোঝাই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, ২৭টি বস্তায় প্রায় ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট রাখা ছিল, যা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। টালা ব্রিজের কাছে বিটি রোডের ওপর লরিটিকে আটক করে পুলিশ। লরির চালক ও খালাসিকে আটক করা হয়েছে।

অভিযুক্ত ইন্দ্রজিৎ ভুঁই ও পদ্মলোচন দে উভয়েই ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।

eq5io40o

উদ্ধার হওয়া বিস্ফোরক।

পুলিশ জানিয়েছে লরিটি আসছিল ওড়িশার দিক থেকে এবং উত্তর ২৪ পরগণার দিকে যাচ্ছিল। বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল বলে পুলিশের অনুমান। চালক ও খালাসিকে আটক করে তাদের থেকে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুনঃ ড্রাগের নেশায় কিশোরীকে নগ্ন করে, ব্লেড দিয়ে চিরে ভিডিও করে রাখল এই যুবক

কিছুদিন আগেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপর থেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে অভিযান বাড়িয়েছে পুলিশ। কারণ বিশেষজ্ঞরা বারবার পুলওয়ামার ঘটনাকে গোয়েন্দাদের ব্যর্থতা বলে দাবি করেছে। 

e454t2jo

আটক হওয়া লরি।

কলকাতায় এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.