This Article is From Jun 08, 2018

প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যের 103 বছরের পুরনো চকোলেট এবার কিনতে পারেন আপনিও

এগুলি প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে থাকা সৈন্যদের জন্য খ্রিস্টমাসের উপহার ছিল।

প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যের 103 বছরের পুরনো চকোলেট এবার কিনতে পারেন আপনিও

প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বহু স্মারকের সাথে আবিষ্কৃত হওয়ার পর 103 বছরের পুরনো 9টি চকোলেটের বাক্স নিলামে উঠলো

প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের বহু স্মারকের সাথে আবিষ্কৃত হওয়ার পর 103 বছরের পুরনো 9টি চকোলেটের বাক্স নিলামে উঠলো।

ক্যাডবেরি চকোলেটের ওই টিনটি 1915 সালের রিচার্ড বুলিমোর নামের লেস্টারশায়ার রেজিমেন্টের একজন ব্রিটিশ সৈন্যের। বিবিসি জানিয়েছে এগুলি প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে থাকা সৈন্যদের জন্য খ্রিস্টমাসের উপহার ছিল।

দ্য ক্লুনিস গিফট টিন গুলি এমনিতেই খুবই বিরল আবিষ্কার তবে তার থেকেও বিরলতম হলো এটাই যে সেগুলির মধ্যে এখনো চকোলেট রয়েছে। শুধুমাত্র 10 টার মধ্যে একটি চকোলেট বার খাওয়া হয়ে গিয়েছিল।

"এমনকি চকোলেটের পাত্রগুলি খুবই বিরল কিন্তু তার মধ্যে চকোলেট রয়ে যাওয়া, এককথায় অবিশ্বাস্য " জানিয়েছেন নিলামকারী এডিসন সিজেএম-এর পল কুপার।

তিনি আরো বলেন "চকোলেটগুলি খুব ভালো অবস্থাতেই আছে বলে মনে হচ্ছে যদিও আমি সেগুলি খাবার জন্য প্রলোভিত হইনি।"Click for more trending news


.