Read in English
This Article is From Mar 17, 2019

সাড়ে এগারো হাজারের বেশি নির্বাচনী পোস্টার সরানো হল মুম্বাইতে

এখনও পর্যন্ত ৯,২৯৮’টি বোর্ড, পোস্টার, ব্যানার ও পতাকা সরানো হয়েছে প্রকাশ্য স্থান থেকে। ২,২৬০’টি তেমন বোর্ড সরানো হয়েছে ব্যক্তিগত সম্পত্তির অংশ থেকে

Advertisement
অল ইন্ডিয়া

৪'টি লোকসভা ও ২৬'টি বিধানসভা আসন রয়েছে মুম্বাই জেলায়।

মুম্বাই:

লোকসভা নির্বাচনের আগে অন্তত ১১,৫৫৮'টি রাজনৈতিক বিজ্ঞাপন ও পোস্টার সরিয়ে দেওয়া হল মুম্বাই থেকে। এছাড়া, গত সপ্তাহেই ওই বিজ্ঞাপনগুলির বিরুদ্ধে অণ্তত ১৬'টি অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশের কাছে। মুম্বাইতে মডেল কোড অব কনডাক্ট লঙ্ঘন করা হচ্ছে, এই অভিযোগে। নির্বাচন কমিশনের এক কর্তা জানালেন, “এখনও পর্যন্ত ৯,২৯৮'টি বোর্ড, পোস্টার, ব্যানার ও পতাকা সরানো হয়েছে প্রকাশ্য স্থান থেকে। ২,২৬০'টি তেমন বোর্ড সরানো হয়েছে ব্যক্তিগত সম্পত্তির অংশ থেকে”। তিনি আরও জানান, বর্ষীয়ান পুলিশকর্তা ও সিভিক কর্মচারীদের এই বোর্ডগুলি সরানোর দায়িত্ব দেওয়া হয়। মুম্বাই শহরতলিতে ৪'টি লোকসভা কেন্দ্র রয়েছে।

উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ জোটের জন্য সাতটি আসন ছেড়ে দিল কংগ্রেস

এর প্রশাসনিক মানচিত্রটি হল মাহিম থেকে দহিসার, কুরলা থেকে মুলুন্দ এবং কুরলা থেকে ট্রমবে পর্যন্ত।    



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement