ওই মৃতদেহগুলির মধ্যে প্রায় প্রত্যেকটিরই হাত পেছনদিকে বাঁধা ছিল
নিউ দিল্লি: উত্তর দিল্লির বুরারিতে আজ সকালে একটি পরিবারের এগারোজনকে মৃত অবস্থায় পাওয়া গেল। পুলিশ জানিয়েছে, ওই এগারোজনের মধ্যে দশজনের দেহ সিলিং-এর লোহার গ্রিল থেকে ঝুলছিল। আর, একজন বৃদ্ধার দেহ পড়েছিল মেঝেতে। ওই মৃতদেহগুলির মধ্যে প্রায় প্রত্যেকটিরই হাত পেছনদিকে বাঁধা ছিল।
"অত্যন্ত দু:খজনক ঘটনা এটি। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। এখন তদন্তপ্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় আছি", বলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর পাওয়ার পরেই তিনি ঘটনাস্থলে যান। তাঁরও আগে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি বুরারি থেকে ঘুরে গিয়েছিলেন।
পুলিশের সন্দেহ এই এগারোজনই আত্মহত্যা করেছে। এগারোজনের মধ্যে সাতজন মহিলা। একজনের বয়স 75। আর, দুজন কিশোরী। জানিয়েছে পুলিশ।
যুগ্ম পুলিশ কমিশনার রাজেশ খুরানা জানিয়েছেন, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
"আমরা যতরকমভাবে সম্ভব, সবদিক খতিয়ে দেখছি। তদন্ত ওইভাবেই চলবে। সবক'টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে", বলেন তিনি।