This Article is From May 06, 2020

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১১২ জন, মৃতের সংখ্যা বেড়ে ৭২

এপর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৫৬ জন। সুস্থ হয়েছেন ২৬৫ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ জন।

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১১২ জন, মৃতের সংখ্যা বেড়ে ৭২

এপর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৫৬ জন।

বেড়েই চলেছে রাজ্যের (West Bengal) করোনা সংক্রমণ। বাংলায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫৬। বেড়েছে মৃতের সংখ্যাও। এপর্যন্ত রাজ্যে করোনায় মৃত ৭২। তবে এর সঙ্গে রয়েছেন কো-মর্বিডিটির শিকার আরও ৭২ জন। বুধবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। প্রসঙ্গত, করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ অন্য অসুখ হলে সেটাকে কো-মর্বিডিটি বলে ধরা হচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১১২ জন। সব মিলিয়ে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১০৪৭। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৫ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে "উৎখাতের" ডাক দিয়ে টুইট বাবুল সুপ্রিয়র

স্বরাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২৫৭০ জনের করোনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে রাজ্যে ৩০,১৪১ জনের করোনা পরীক্ষা হল।

রাজ্যের করোনা সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত ক্রমেই বাড়ছে। বুধবারই রাজ্য সরকার রাজ্যের প্রকৃত করোনা পরিস্থিতি প্রকাশ্যে আনছে না, এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে তিনি দাবি করেন যে, রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে "বড়সড় গরমিল" আছে। আসল করোনা পরিস্থিতির সঙ্গে ওই সব তথ্যের "সুস্পষ্ট ফারাক" রয়েছে বলেও অভিযোগ তাঁর। পোড়খাওয়া ওই বিজেপি নেতা এই অভিযোগও করেন যে রাজ্য সরকার ঘরে বাইরে প্রবল সমালোচনা সত্ত্বেও করোনা ভাইরাসের আসল ছবি আড়াল করার চেষ্টা করছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লব আগরওয়াল একদিনে সর্বাধিক সংক্রমণের দায় নাম না করে পশ্চিমবঙ্গের ওপর চাপিয়েছিলেন। তিনি সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, রোগের তথ্য জানানোয় কিছু রাজ্যের খামতি থেকে গিয়েছিল। সেগুলো সংশোধন করে নতুন তথ্যে হাতে আসতেই সার্বিকভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে। যদিও এই ‘কিছু রাজ্য' আদতে কোন কোন রাজ্য তা খোলসা করেননি স্বাস্থ্য সচিব।

.