হাইলাইটস
- পদ্ম পুরস্কারে ভূষিত কাদের খান, মোহনলাল, গৌতম গম্ভীর সহ ১১২ জন
- ভারতরত্নের পর পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান
- পদ্ম পুরস্কারের প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
নিউ দিল্লি: ভারতরত্নের পর পদ্ম পুরস্কারের ঘোষণা হয়ে গেল। এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন ১১২ জন। তাঁদের মধ্যে আছেন প্রয়াত অভিনেতা কাদের খান, মোহনলাল এবং গৌতম গম্ভীর।
পদ্মবিভূষণ পাচ্ছেন, তেজন ভাই, ইসলামি ওমর গুল, অনীল কুমার মণিভাই নায়েক, বলবন্ত মহেশ্বর। ভারতরত্নের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান।
প্রয়াত অভিনেতা কাদের খান, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, বিশিষ্ট আইনজীবী এস এস ফুলকা, বিজ্ঞানী নম্বিনারায়ণ, প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ার, প্রয়াত অভিনেতা মোহনলাল সহ ১১২ জন পাচ্ছেন পদ্ম পুরস্কার।
দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকা
পদ্ম পুরস্কারের প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন প্রত্যেককে নিয়ে ভারতীয়রা গর্বিত। পদ্ম পুরস্কারের তিনটি ধাপ হয়ে থাকে। এগুলি হল পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ।
এর পাশাপাশি এদিনই ঘোষিত হয়েছে ভারতরত্ন প্রাপকদের নাম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন।
প্রজাতন্ত্র দিবসের আগের দিন কী বললেন রাষ্ট্রপতি? জেনে নিন কয়েকটি বিশেষ মন্তব্য
স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায় একটি বড় নাম। তিনি ছিলেন দেশের প্রথম এবং এ পর্যন্ত একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। তাঁর প্রায় পাঁচ দশক ধরে রাজনীতি করেছেন প্রণব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। অমর্ত্য সেনের পর তিনিই হচ্ছেন প্রথম বাঙালি যিনি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হচ্ছেন।