Read in English
This Article is From Dec 17, 2019

বৈধ পরিচয়পত্র নেই, গ্রেফতার ১২ বাংলাদেশি

Palghar জেলা থেকে বৈধ পরিচয়পত্র না থাকায় গ্রেফতার করা হল ১২ জন বাংলাদেশিকে। এঁদের মধ্যে ৯ জন মহিলা।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

গ্রেফতার ১২ বাংলাদেশি

পলঘর:

একদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ। অন্যদিকে সেই আইন মেনে জায়গায় জায়গায় চলছে ধর-পাকড়। সোমবার সমগ্র দেশবাসী যখন জামিয়া প্রতিবাদে মুখর তখনই ভিন্ন ছবি দেখা গেল মহারাষ্ট্রে। সোমবারেই Palghar জেলা থেকে বৈধ পরিচয়পত্র না থাকায় গ্রেফতার করা হল ১২ জন বাংলাদেশিকে। এঁদের মধ্যে ৯ জন মহিলা। খবর, রাজ্যের সন্ত্রাসবিরোধী সেল বা দফতরের আধিকারিকেরা চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেফতার করেন এদের। রাজ্যে যাতে হিংসা ছড়াতে না পারে এবং দেসে অনুপ্রবেশ রুখতেই নাকি এই পদক্ষেপ বলে জানিয়েছেন, আধিকারিকেরা। 

"শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করুন": বলল আমেরিকা

ATC-র উচ্চপদস্থ কর্তা মানসিং পাটিল জানিয়েছেন, ১২ জন বাংলাদেশির কাছেই কোনও বৈধ কাগজ বা পরিচয়পত্র নেই। এরা ভারতের নাগরিক নয়। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এদেশে ঢুকে বেআইনিভাবে বসবাস করছিল বইসার এলাকায়। খবর পেতেই ATC-র পুলিশ কর্মীরা গ্রেফতার করে এদের। কী করে এরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন বসবাস করছে, জানতে তদন্তে নেমেছে প্রশাসন।

Advertisement


 

Advertisement