ভোপাল থেকে ৪৩ কিলোমিটার দূরে রাইসেন বলে একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে।
হাইলাইটস
- ঠিক কেন এই ঘটনাটি ঘটল তা জানতে পারেনি পুলিশ
- পরিবারের একমাত্র সুস্থ ব্যক্তির সঙ্গে কথা হবে আধিকারিকদের
- সেই বয়ানকে ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ
ভোপাল: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। ভোপালের কাছে একটি জায়গা থেকে একই পরিবারের চার জনের দেহ উদ্ধার হল। তার মধ্যে আছে ১২ দিনের এক শিশু কন্যাও। তাছাড়া তার মা, দিদা এবং মামারও প্রাণ গিয়েছে। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি বাবা। ঠিক কেন এই ঘটনাটি ঘটল তা জানতে পারেনি পুলিশ। কোনও পারিবারিক সমস্যার কারণে এমনটা হয়েছে না বাইরে থেকে কেউ এসে এই কাণ্ড ঘটাল তা জেনে উঠতে পারছে না পুলিশ। কয়েকটি সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ক্লিনিকের ভিতর নাবালিকার যৌন নির্যাতন, পাঁচ বছরের জেল হল হোমিওপ্যাথিক চিকিৎসকের
ভোপাল থেকে ৪৩ কিলোমিটার দূরে রাইসেন বলে একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে। এ পি সিংহ নামে এক প্রবীণ পুলিশ কর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন হাসপাতালে থাকা ব্যক্তির শারীরিক পরিস্থিতি আগের থেকে কিছুটা ভাল। বাকিদের প্রাণ গিয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ। পরিবারের একমাত্র সুস্থ ব্যক্তির সঙ্গেও কথা হবে আধিকারিকদের। তাঁর থেকে যে বয়ান মিলবে সেটিকে ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। পরিবার সম্পর্কে জানতে আত্মীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ।
(সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য সংযোজিত হয়েছে )