2015 সালের সর্বশেষ সিংহ গণনা অনুযায়ী, 521 এশিয়াটিক সিংহ রয়েছে এই জঙ্গলে (প্রতীকি ছবি)
নিউ দিল্লি: গুজরাটের গির অভয়ারণ্যে (Gujarat Gir Forest) গত 10 দিনে বারোটি সিংহ মারা গিয়েছে। এই অস্বাভাবিক ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একটি সিংহী বিষাক্ত শুয়োরের শিকারের পর মারা যায়। ফুসফুস ও যকৃতের সংক্রমণের কারণে আটটি সিংহ মারা যায়। চোরাচালানের সময় তিন সিংহ শাবক মারা গিয়েছে এবং অন্যরা চিকিৎসার সময় মারা গিয়েছে। গুজরাটের কর্মকর্তারা আরও বিশ্লেষণের জন্য সিংহের মৃতদেহকে পশু চিকিৎসা হাসপাতালে পাঠিয়েছেন।
বন বিভাগের কর্মকর্তা বিজয় চৌধুরী এএফপিকে বলেন, "প্রধানত মৃত্যুর কারণ প্রাকৃতিক বা সংক্রমণজাত।"
2000 সালে বিশেষ বিপন্ন প্রাণি হিসাবে তালিকাভুক্ত হয় এই বন্য এশিয়াটিক সিংহরা। গুজরাটের 1,400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত গির অভয়ারণ্যে বসবাস করে তাঁরা।
সিংহ এই রাজ্যের পর্যটন আকর্ষণেরও অন্যতম প্রধান কারণ। অতীতে শিকারীদের অন্যতম লক্ষ্য ছিল এই জঙ্গলের সিংহরা।
বিশেষজ্ঞরা বলছেন যে, এই মৃত্যুগুলিকে প্রাকৃতিক জীবনচক্রের অংশ হিসাবে দেখা ঠিক হবে না। গুজরাটের রাষ্ট্রীয় বন্যপ্রাণী বোর্ডের বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রিয়ব্রত গাঢভি বলেন, "এলাকার সিংহদের উপর নজর রেখে সংক্রমণের জন্য বিশদ পরীক্ষা করে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া উচিৎ।"
2015 সালের সর্বশেষ সিংহ গণনা অনুযায়ী, 521 এশিয়াটিক সিংহ রয়েছে এই জঙ্গলে। 2016 সালের মধ্যে বন্যায় তাঁদের 10 জন মারা গেছে।