This Article is From Apr 17, 2020

করোনার সঙ্গে যুঝে অনেকেই সুস্থ হচ্ছেন, তবে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও, গত ২৪ ঘণ্টায় ১ হাজারেরও বেশি

Coronavirus in India: ভারতে বর্তমানে করোনা আক্রান্ত মোট ১৩,৩৮৭ জন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ, মোট মৃতের সংখ্যা ৪৩৭

করোনার সঙ্গে যুঝে অনেকেই সুস্থ হচ্ছেন, তবে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও, গত ২৪ ঘণ্টায় ১ হাজারেরও বেশি

COVID-19: দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা

হাইলাইটস

  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও অনেকেই এই রোগ থেকে সেরে উঠছেন
  • সরকারি পরিসংখ্যান বলছে, গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন
  • ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৩,৩৮৭ জন, মৃত ৪৩৭
নয়া দিল্লি:

প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এখন ১৩,৩৮৭ জন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হিসাবে ধরা পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ওই রোগ দেশে মোট ৪৩৭ জনের প্রাণ কেড়েছে। তবে একটি অভ্যন্তরীণ সরকারি মূল্যায়ন থেকে জানা গেছে যে, মে মাসের প্রথম সপ্তাহেই দেশে করোনা (COVID-19) সংক্রমিতের (Coronavirus in India) সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হবে। তবে তারপরেই ধীরে ধীরে সেই সংক্রমণ কমবে বলেও আশা রাখছেন বিশেষজ্ঞরা। তবে এটাও ঠিক যে, যত বেশি করে দেশে করোনা সংক্রমিতের সন্ধান মিলছে, ঠিক ততটাই দ্রুতহারে অনেকেই এই রোগের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জিতছেন। পরিসংখ্যান বলছে, ওই মারাত্মক রোগের সঙ্গে লড়াই করে সাফল্য পাওয়ার হার শুক্রবার বেড়ে ১৩.০৬  এ দাঁড়িয়েছে, যেখানে এই পরিসংখ্যান বৃহস্পতিবার ছিল ১২.০২ এবং বুধবার ছিল আরও কম ১১.৪১। ফলে সংক্রমিত মানুষজনের সন্ধান বেশি করে মিললেও দেশ ক্রমশই এই ভাইরাসের সঙ্গে যুঝে সাফল্য পাওয়ার পথেই হাঁটছে।

মে মাসেই ভারতে করোনার তাণ্ডব নৃত্য! তেমনই আশঙ্কা বিশেষজ্ঞদের

এর কারণ হিসাবে সরকারি আধিকারিকরা অবশ্য এই যুক্তি দিচ্ছেন যে করোনা সংক্রমণ হতে পারে কারোর মধ্যে এমন লক্ষণ দেখলেই সাত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে আগামী সপ্তাহে দেশে করোনা সংক্রমিতের সন্ধান পাওয়ার হার আরও বাড়তে পারে। "পরের এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত করোনা সংক্রমণের বৃদ্ধিকে থামাতে আরও বেশি করে করোনা টেস্ট করার দিকে জোর দিচ্ছে । তীব্র শ্বাসকষ্ট  বা করোনা সংক্রান্ত অন্য কোনও লক্ষণ দেখলেই এখন আর দেরি না করে তাঁদের সবারই পরীক্ষা করা হচ্ছে", NDTV-কে জানিয়েছেন এক প্রবীণ সরকারি আমলা।

লকডাউনে এবার সকাল আটটাতেই খুলবে মিষ্টির দোকান, খোলা থাকবে বিকেল চারটে পর্যন্ত, জানাল রাজ্য সরকার

গত ২৪ ঘণ্টায় ২৬০ জন রোগীকে সুস্থ বলে ঘোষণা করা হয়েছে, COVID- 19 এ আক্রান্ত হয়ে তাঁরা এতদিন হাসপাতালে জীবন-মরণ লড়াই করছিলেন। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সুস্থতার পরিসংখ্যানও দেখা গেছে বৃহস্পতিবারই। চিকিৎসার পর এই রোগীদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় এঁদের মধ্যে ১৮৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকারি সূত্র।

অনেকেই বলছেন, টানা লকডাউন চলার ফলে ধীরে ধীরে এই মারণ রোগের প্রকোপ কমে আসবে দেশে। কেননা দেখা যাচ্ছে যে সব দেশগুলোই করোনা ভাইরাসকে রুখতে প্রথম থেকেই পুরোপুরি লকডাউনের রাস্তায় হেঁটেছে তারাই ভাল ফল পেয়েছে। ভারতও ২৫ মার্চ থেকে টানা লকডাউনের মধ্যে দিয়েই যাচ্ছে।

.