কলকাতা: কালবৈশাখীর জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কাল রাতে প্রচুর বৃষ্টি ও ঝড় হয়েছে, যার ফলে বজ্রাঘাতে 13 জন মারা গেছে ও 25 জন আহত. নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা জেলায় তিনজন করে মারা গেছে.
এই ঘটনার জন্য দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও দুজন করে মানুষ মারা গেছে. রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ''বজ্রপাতের সময় যারা মারা গেছেন, তাদের মধ্যে বেশির ভাগ লোকই ঘরের বাইরে ছিল বা ক্ষেতে কাজ করছিল.''
অধিকারি জানিয়েছেন যে, বজ্রাঘাতের জন্য পুরুলিয়াতে যে চারজন আহত হয়েছিল তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই গম্ভীর. আবহাওয়া দপ্তরের খবর অনুসারে প্রত্যেককে সচেতন করে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)