This Article is From Nov 04, 2019

কাশ্মীর থেকে রাজ্যে ফিরলেন ১৩৮ জন আতঙ্কিত শ্রমিক

গত ২৯ অক্টোবর মুর্শিদাবাদের বাহালনগর গ্রামের বাসিন্দা ওই শ্রমিকদের গুলি করে মারে জঙ্গিরা। কুলগামের ওই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ।

কাশ্মীর থেকে রাজ্যে ফিরলেন ১৩৮ জন আতঙ্কিত শ্রমিক

কুলগামের ওই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ।

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) কর্মরত রাজ্যের ১৩৮ জন‌ শ্রমিক জম্মু তাই এক্সপ্রেসে সোমবার কলকাতায় পৌঁছে গিয়েছেন। এক আধিকারিক জানিয়েছেন, এর মধ্যে পাঁচজন অসমের। স্টেশনে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্য সরকার কর্মীদের জন্য একটি বিশেষ বগির বন্দোবস্ত করেছিল। ওই শ্রমিকরা সকলেই রাজ্যে ফেরার আর্জি জানিয়েছিলেন। গত ২৯ অক্টোবর জঙ্গিদের গুলিতে নিহত হ‌ন পাঁচ জন শ্রমিক। তাঁরা মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন। এরপর থেকেই আতঙ্কের সঞ্চার হয়েছে সেখানে কর্মরত রাজ্যের অন‌্যান‌্য শ্রমিকদের মধ্যে।

Rose Valley scam: ডেপুটি কমিশনার ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

স্টেশন থেকে পাঁচটি সরকারি বাসে করে ওই শ্রমিকদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ওই আধিকারিক জানিয়েছেন, বেশির ভাগেরই বসবাস বীরভূম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

অসমের শ্রমিকদেরও তাঁদের রাজ্যে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ধোঁয়ার ধোঁয়াক্কার দিল্লি, বন্ধ স্কুল, ঘুরিয়ে দেওয়া হল ৩২টি বিমান : ১০ টি তথ্য

গত ২৯ অক্টোবর মুর্শিদাবাদের বাহালনগর গ্রামের বাসিন্দা ওই শ্রমিকদের গুলি করে মারে জঙ্গিরা। কুলগামের ওই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ।

অন্য যে শ্রমিক গুলিতে আহত হয়েছিলেন, তিনি শ্রীন‌গরের হাসপাতালে চিকিৎসাধীন।

.