SIH 2019-এ অংশ নেওয়া ১৪টি দলে রয়েছে মোট ৯০ জন ছাত্র
কলকাতা: পশ্চিমবঙ্গের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে (IIT Kharagpur) আয়োজন করা হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯ (SIH 2019) এর হার্ডওয়ার এডিশন প্রযুক্তি মেলা।সপ্তাহব্যাপী চলা এই প্রযুক্তি মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ দেশের ৭টি রাজ্যের ১৪টি বিশেষ দল।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল আইআইটি খড়গপুর সহ একসঙ্গে দেশের ১৮টি জায়গায় চলা এই প্রযুক্তি মেলা SIH 2019-এর উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।পশ্চিমবঙ্গে (West Bengal) আয়োজিত এইপ্রযুক্তিমেলায় এই রাজ্য ছাড়াও অংশ নিচ্ছে আসাম,দিল্লি,হরিয়ানা,মহারাষ্ট্র,তামিলনাড়ু,তেলেঙ্গানাও।
বিমান সারাতে গিয়ে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত স্পাইসজেটের কর্মী
ওই ১৪টি দলে (14 teams) রয়েছে মোট ৯০ জন ছাত্র, যাঁরা এই মেলায় অংশ নিয়ে হাতেকলমে বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জের সামনা করবেন,যার মধ্যে আছে আধুনিক যানবাহন, আধুনিক যোগাযোগব্যবস্থা, আধুনিক নিরাপত্তাব্যবস্থা সহ নানা বিষয়।বিভিন্ন ছাত্রদের উদ্ভাবনী ভাবনা প্রকাশ ঘটবে এই প্রযুক্তি মেলার মধ্যে দিয়ে।
বাংলাদেশ বাঁধ তৈরি করায় শুকিয়ে যাচ্ছে আত্রেয়ী নদী, বললেন মুখ্যমন্ত্রী
“যেখানে দেশের বিভিন্ন জায়গায় এইসব জটিল সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে, সেখানে এটা দেখে ভাল লাগছে যে,দেশের তরুণ প্রজন্ম সেই চ্যালেঞ্জগুলি গ্রহণ করে নিজেদের মতো করে তার সমাধানের চেষ্টা চালাচ্ছে।এর মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী শক্তিরও প্রকাশ হচ্ছে”,বলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর এস কে ভট্টাচার্য।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)