This Article is From Dec 18, 2018

পনেরোটি গন্তব্যস্থলকে আনা হল রামায়ণ সার্কিটের আওতায়, জানালেন পর্যটন মন্ত্রী

গত দুই বছরে সার্কিটের অধীনে ১৫০ কোটি টাকা মূল্যের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে

পনেরোটি গন্তব্যস্থলকে আনা হল রামায়ণ সার্কিটের আওতায়, জানালেন পর্যটন মন্ত্রী
নিউ দিল্লি:

রামায়ণ সার্কিটের আওতায় পনেরোটি গন্তব্যস্থল চিহ্নিত করা হয়েছে বলে সোমবার পর্যটন মন্ত্রণালয় সংসদকে জানিয়েছে। লোকসভায় একটি প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী কে.জে. আলফনস জানান, রামায়ণ সার্কিট কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয়ের স্বদেশ দর্শনের পরিকল্পনার আওতায় উন্নয়নের জন্য সনাক্ত করা পনেরোটি থিমেটিক সার্কিটগুলির মধ্যে অন্যতম একটি।

রাজ্যে ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ূয়াকে বৃত্তি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, "মন্ত্রণালয় প্রাথমিকভাবে রামায়ণ সার্কিট থিমের আওতায়, অযোধ্যা, নন্দীগ্রাম, শ্রীঙ্গভেরপুর ও চিত্রকূট (উত্তরপ্রদেশ), সীতামারহি, বক্সার ও দ্বারভাঙ্গা (বিহার), চিত্রকূট (মধ্যপ্রদেশ), মহেন্দ্রগিরি (ওড়িশা), জগদলপুর (ছত্তিশগড়), নাসিক ও নাগপুর (মহারাষ্ট্র), ভদ্রাছালাম (তেলেঙ্গানা), হাম্পি (কর্ণাটক) এবং রামেশ্বরম (তামিলনাড়ু) অন্তর্ভূক্ত করেছে।"

বিজেপির রথযাত্রা স্থগিতের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের

 গত দুই বছরে সার্কিটের অধীনে ১৫০ কোটি টাকা মূল্যের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

 গত দুই বছরে অনুমোদিত প্রকল্পগুলিতে ১৩৩.৩১ কোটি টাকা ব্যয়ে অযোধ্যার বিকাশ এবং বৌদ্ধ সার্কিট ও রামায়ণ সার্কিটের পথের সুযোগ সুবিধা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে: বারাণসী-গয়া; লক্ষ্ণৌ-অযোধ্যা- লক্ষ্ণৌ; গোরখপুর-কুশিনগর; কুশিনগর-গয়া-কুশিনগর (2018-19)।

দেখুন ভিডিও :



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.