আগুন ছড়িয়ে পড়ে তক্ষশীলা বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তলে।
নিউ দিল্লি: গুজরাটের সুরাতের একটি কোচিং সেন্চটারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রাণ বাঁচাতে বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে, উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলকে উদ্ধৃত করে এমনই খবর পিটিআইয়ের। বহুতল ভবন থেকে বহু পড়ুয়াকে ঝাঁপ দিতে দেখা গেছে, বলে পিটিআইয়ের খবর। আগুন ছড়িয়ে পড়ে তক্ষশীলা বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তলে। সার্থনা এলাকার তক্ষশীলা বিল্ডিং এ কোচিং সেন্টারটি চলত বলে এক আধিকারিক জানিয়েছেন। ঘটনাস্থলে ১৯টি দমকলের ইঞ্জিন এবং দুটি হাইড্রোলিক পাম্প পাঠানো হয়েছে বলে জানিয়েছে এক আধিকারিক।ঘটনায় প্রধানমন্ত্রী ট্যুইট করেন, “সুরাতের অগ্নিকাণ্ডে খুবই মর্মাহত। স্বজন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুক। গুজরাত সরকার এবং স্থানীয় প্রশাসনকে বলব ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করতে”।
গুজরাতের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের আপডেট এখানে:
সুরাতের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কথা বলে সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে।সাহায্যের জন্য এআইআইএমএসের ট্রমা সেন্টারের ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন তিনি।
এক অগ্নিনির্বাপক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে চতুর্থ ও তৃতীয় তলা থেকে ঝাঁপ দেয় পড়ুয়ারা।
সুরাতের কোচিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
সুরাতের সাংসদ দর্শনা জারদোস NDTV কে জানিয়েছেন, আগুন থেকে বাঁচতে যারা ঝাঁপ দিয়েছিল, তাদের অনেকেই গুরুতর আহত এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সুরাতের কোচিং সেন্টারে আটকে পড়ে বহু পড়ুয়া, পড়ে মৃত্যু হয়েছে বলে খবর।পড়ুয়াদের বয়স ১৪ থেকে ১৭।
সুরাতের কোচিং সেন্টারটিতে ৯ থেকে ১২ ক্লাসের পড়ুয়ারা ছিল। খবর পাওয়া গেছে, যেহেতু গরমের ছুটি চলছে, সেই কারণেই ১০ এবং ১২ এক পড়ুয়ারা কোচিং সেন্টারে ছিল।সেই সময় এই অগ্নিকাণ্ড হয়।
খবর পাওয়া গেছে, বিল্ডিং থেকে অগ্নিনির্বাপক কেন্দ্র ২ কিলোমিটার দূরে।কিন্তু দমকল কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে।NDTV কে জানানো হয়েছে, সার্থনা এলাকাটি ঘিঞ্জি এলাকা।সেই কারণে ঘটনাস্থলে পৌঁছাতেই দমকল কর্মীদের অতিরিক্ত ১০ মিনিট সময় লেগে যায়।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি।অগ্নিকাণ্ডে মৃত পড়ুয়াদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।
স্থানীয়দের উদ্ধারকার্যে হাত লাগাতে দেখা গেছে
ঘটনার ভিডিওয়ে দেখা যাচ্ছে, কয়েকজন কিশোর পড়ুয়া কোচিং ক্লাসের বাইরে আসার চেষ্টা করছে এবং তৃতীয় ও চতুর্থ তল থেকে ধোঁয়া থেকে বাঁচতে ঝাঁপ দিচ্ছে।
এক আধিকারিকের কথায়, "আগুন ও ধোঁয়ার হাত থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় পড়ুয়ারা। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে"।