This Article is From Apr 18, 2020

ভারতীয় নৌ সেনার ২১ জন নাবিক করোনা পজিটিভ, তবে সংক্রমিত নয় যুদ্ধজাহাজ, সাবমেরিন

Coronavirus cases in India: অথচ ওই নাবিকদের শরীরে প্রাথমিকভাবে করোনা সংক্রমণের কোনও লক্ষণই দেখা যায়নি, ৭ এপ্রিল এক নাবিকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে

India COVID-19 Cases: জানা গেছে একই আবাসনে থাকতেন ওই করোনা আক্রান্ত নাবিকরা

হাইলাইটস

  • করোনা আক্রান্ত নাবিকদের মুম্বইয়ের নৌ হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়েছে
  • এই প্রথম ভারতীয় নৌসেনার উপর করোনা ভাইরাসের হামলা হল
  • এর আগে যদিও ৮ জন ভারতীয় সেনা করোনায় আক্রান্ত হয়েছেন
মুম্বই/নয়া দিল্লি:

বড়বড় প্রতিপক্ষকে কাহিল করে এসেছে ভারতীয় নৌসেনা, বহু বিজয়-বহু পরাক্রমের ইতিহাস রয়েছে তাঁদের (Navy)। কিন্তু এবার সেই নৌবাহিনীকেই বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল COVID- 19! জানা গেছে, নৌসেনার মোট ২১ জন নাবিকের দেহে বাসা বেঁধেছে ওই মারণ ভাইরাস (Coronavirus)। করোনা পজিটিভ ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই নাবিকদের (Navy Sailors) শহরের একটি নৌ হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়েছে। ইতিমধ্যেই ওই নাবিকরা কাদের সংস্পর্শে এসেছেন সে বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে ও খোঁজ চালানো হচ্ছে। তবে আশার কথা এই যে, ভারতীয় নৌবাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ওই করোনা আক্রান্ত নাবিকদের থেকে এখনও পর্যন্ত কোনও যুদ্ধজাহাজ বা সাবমেরিনে কর্মরত কোনও নৌসেনা আধিকারিক বা নাবিকের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েনি। আইএনএস আংগ্রিতে একই আবাসনে থাকতেন ওই করোনা আক্রান্ত নাবিকরা। ওই আবাসনটি সমুদ্রের পাড়ে অবস্থিত নৌসেনার একটি ডিপো হিসাবে কাজ করে, যা ওয়েস্টার্ন নৌ কমান্ডের নৌ পরিচালনার কাজে যৌক্তিক ও প্রশাসনিকভাবে সহায়তা করে।

দেশে এখন করোনা আক্রান্ত ১৪,৩৭৮, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩, মোট ৪৮০ জনের প্রাণহানি

তবে আশঙ্কার কথা এই যে যে ২১ জন নৌসেনার নাবিক করোনা পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন তাঁদের শরীরে প্রাথমিকভাবে করোনা সংক্রমণের কোনও লক্ষণই দেখা যায়নি, ৭ এপ্রিল এক নাবিকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে, তারপরেই বাকিদের শরীরেও রোগটি ধরা পড়ে।

ওই নৌ-নাবিকদের শনাক্ত করার পরেই পুরো ব্লকটিই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় নৌসেনা।

02vkru18


করোনা আক্রান্ত ওই নাবিকদের বর্তমানে মুম্বইয়ের একটি নৌ হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

তবে শুধু নৌসেনার উপরেই নয়, ভারতীয় পদাতিক বাহিনীকেও আক্রমণের লক্ষ্য করেছে করোনা ভাইরাস।বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

করোনা সংক্রমণ ছড়াচ্ছে এই আশঙ্কায় 'সিল' করা হল কলকাতার বহু এলাকা

এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৭৮ এ, যার মধ্যে ৪৮০ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বলছে শুধু গত ২৪ ঘণ্টাতেই দেশে নতুন করে ৯৯১ জন করোনার ফাঁদে পড়েছেন এবং ৪৩ জনের প্রাণ কেড়েছে COVID- 19। 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.