This Article is From Nov 24, 2019

পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ১৬ বছরের কিশোরীর, মানসিক অবসাদেই চরম পথ?

Teen Suicide: পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের ওই কিশোরী কলকাতার একটি খ্যাতনামা ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী ছিল

পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ১৬ বছরের কিশোরীর, মানসিক অবসাদেই চরম পথ?

Kolkata: কিশোরীর মৃতদেহের কাছেই একটি মোবাইল ফোন এবং একটি সুইসাইড নোট মিলেছে (প্রতীকী ছবি)

কলকাতা:

ফের কুঁড়িতেই ঝরে গেল একটি প্রাণ। শনিবার কলকাতার (Kolkata) টালিগঞ্জ অঞ্চলের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবনে দাঁড়ি টেনে দিল ১৬ বছরের এক কিশোরী। কিন্তু যখন জীবনের উজ্জ্বল রোদে হাঁটার কথা ছিল তাঁর, সেই সময় কেন যে নিজের জীবন এভাবে অসময়ে শেষ (Teen Suicide) করে দিল ওই মেয়েটি তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে যে আত্মহত্যাই (Suicide) করেছে ওই কিশোরী। জানা গেছে, কিশোরীকে শনিবার টালিগঞ্জ এলাকার ওই পুকুরের আশেপাশে অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াতে দেখা যায়। পরে সে ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের ওই কিশোরী কলকাতার একটি খ্যাতনামা ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী ছিল।

পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা এসে রাত দশটা নাগাদ পুকুর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করেন। তাঁর মৃতদেহের কাছেই একটি মোবাইল ফোন এবং একটি সুইসাইড নোটও পাওয়া গেছে বলে খবর।

World Mental Health Day: ‘প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করেন একজন' প্রতিরোধের আহ্বানে সামিল স্বস্তিকাও

ওই সুইসাইড নোটটির লেখাটি আদৌ মৃত কিশোরীর কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

মুম্বইয়ে বহুতল থেকে মরণঝাঁপ, মৃত্যু উদীয়মান অভিনেত্রীর

কিন্তু এই আত্মহত্যার ঘটনা ফের পুরনো প্রশ্ন উস্কে দিল নগরীর বাসিন্দাদের মনে। কেন এত তাড়াতাড়ি মানসিক অবসাদ গ্রাস করছে তরুণ প্রজন্মকে? কী এমন ঘটনা ঘটেছিল যাতে চরম পথ বেছে নিতে হল ওই কিশোরীকে? পড়াশুনোর অত্যাধিক চাপ নাকি প্রেম জনিত কারণ? কী এমন ঘটনা যার জন্যে আত্মহত্যা করল ১৬ বছরের ওই মেয়েটি? গোটা ঘটনাটি নিয়ে চলছে জল্পনা। তদন্ত করছে কলকাতা পুলিশ।

(আপনার যদি সহায়তার দরকার হয় বা এমন কাউকে জানা থাকে  যিনি মানসিক অবসাদে ভুগছেন তবে দয়া করে আপনার নিকটস্থ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন)

হেল্পলাইন:

  • AASRA: 91-22-27546669 (24 hours)
  • Sneha Foundation: 91-44-24640050 (24 hours)
  • Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours)
  • iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm)
  • Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)


(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.