Read in English
This Article is From Jul 25, 2018

HIV আক্রান্ত 16 বছরের কিশোরী পথচারীদের জড়িয়ে ধরার অনুরোধ করলেন। তারপর?

“আমার উদ্দেশ্য HIV আক্রান্ত মানুষদের সঙ্গে বসবাসে ভয়ের কিছু নেই, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া”, বলেছে আজিমা।

Advertisement
অফবিট

উজবেকিস্তানের 16 বছরের কিশোরী আজিমা HIV এবং AIDS সম্পর্কে মানুষের ধারনা বদলের জন্য বার্তা দিচ্ছেন

HIV আক্রান্ত মানুষদের পক্ষ থেকে বার্তা ছড়িয়ে দিতে উজবেকিস্তানের 16 বছর বয়সী একটি মেয়ে রাস্তায় একটা সাধারণ অনুরোধ নিয়ে হাজির হল- “আমি HIV পজিটিভ। আমাকে জড়িয়ে ধরুন!” এরপর যা হল জানতে পারলে আবেগ দমন করতে পারবেন না আপনিও। টুইটারে UNICEF এর পোস্ট করা একটা ভিডিওতে বহু মানুষ মেয়েটি এবং মেয়েটির বার্তার প্রতি রিয়াক্ট করেছেন। টুইটারে মানুষের মন জয় করে নিয়েছে এই ভিডিও।

ভিডিওতে 16 বছর বয়সী আজিমাকে উজবেকিস্তানের রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের উদ্দেশ্যে “গত দশ বছর ধরে আমি HIV আক্রান্ত। সব ঠিক আছে এবং আমি নিজের জীবন উপভোগ করছি” বলতে দেখা যাচ্ছে।

“আমার উদ্দেশ্য HIV আক্রান্ত মানুষদের সঙ্গে বসবাসে ভয়ের কিছু নেই, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া”, সে আরও বলেছে।

Advertisement

তাঁকে একটা প্ল্যাকার্ডের পাশে দাঁড়িয়ে জড়িয়ে ধরার অনুরোধ করতে দেখা যাচ্ছে। একে একে পথচারীদের এসে তাঁকে জড়িয়ে ধরতেও দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সী মানুষ তাঁকে জড়িয়ে ধরার সময় ভিডিওতে বার্তা ফুটে উঠছে, “তিনটে প্রধান কারণে HIV সংক্রমণ হয়- রক্তের মাধ্যমে, অসুরক্ষিত যৌনতা ও মায়ের থেকে সন্তানের দেহে। জড়িয়ে ধরা, চুমু খাওয়া, অভিবাদন জানানো, হাত মেলানো এবং খাবার ভাগাভাগি করার মাধ্যমে HIV ছড়ায় না।“    

ভিডিওতে আজিমাকে বলতে শোনা যাচ্ছে, “এতো মানুষকে পাশে পাবো আমি ভাবতে পারিনি। আমাকে কেউ যখনই জড়িয়ে ধরেছে প্রতিবার মনে হয়েছে তাঁরা আমার পরিবারের সদস্য।“

Advertisement

ভিডিওটা দেখে নিন আপনিওঃ

টুইটারে পোস্ট হওয়ার পর থেকে বহু মানুষ ভিডিওটা লাইক ও রিটুইট করেছেনঃ

ভিডিওটা দেখার পর আপনার মতামত কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন!

Advertisement