This Article is From May 13, 2018

মুম্বাইয়ে 17 লক্ষ ছাত্র অনলাইন পরীক্ষায় বসলো, বেশিরভাগের পছন্দ কমার্স

এই অনলাইন পরীক্ষাটির আয়োজন করেছিল মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারী এন্ড হায়ার সেকেন্ডারী এডুকেশন

মুম্বাইয়ে 17 লক্ষ ছাত্র অনলাইন পরীক্ষায় বসলো, বেশিরভাগের পছন্দ কমার্স

17 Lakh Students Take Maharashtra Aptitude Test, Commerce Top Pick: Vinod Tawde

মুম্বাই: মুম্বাই: 17.36 লক্ষ ছাত্র ছাত্রী যারা এই বছর দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে তারা "কালছাছনি" নামক এক অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজ্য শিক্ষা মন্ত্রী বিনোদ তাওদে বলেন তার মধ্যে 21 শতাংশ বাণিজ্য নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক,।

এই অনলাইন পরীক্ষাটির আয়োজন করেছিল মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারী এন্ড হায়ার সেকেন্ডারী এডুকেশন। কলা, বাণিজ্য, প্রযুক্তি, স্বাস্থ্য, বিজ্ঞান, কৃষি, ললিতকলা এত গুলো বিষয়ের মধ্যে কে কোনটা নিয়ে পড়তে ইচ্ছুক সেটা দেখার জন্য।
শিক্ষা মন্ত্রী বিনোদ তাওদে একটি প্রেস কনফারেন্সে বলেন যে মোট 1736104 ছাত্র ছাত্রী এই অনলাইন প্রবণতা পরীক্ষায় বসেছে এবং তার মধ্যে 21 শতাংশ বাণিজ্য নিয়ে পড়তে ইচ্ছুক।

পরীক্ষা টি 2017 সালে হয় যেখানে ললিতকলা কে অংশগ্রহনকারী ছাত্র ছাত্রী দের পছন্দ হিসেবে ধরা হয়েছে। উনি বলেন, ছাত্র ছাত্রীদের সাহায্য করার জন্য এই চতুর্থ বছর থেকে সরকার আরো ভালো ভাবে পরীক্ষাটি পরিচালনা করছে ।
উনি বলেন, "এটি একটি স্টেট এডুকেশন বোর্ডের ও শ্যামচি আই ফাউন্ডেশনের প্রচেষ্টা যাতে ছাত্র ছাত্রীরা নিজের পছন্দের বিষয় নিয়ে ভবিষ্যতে পড়তে পারে।"

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.