This Article is From Aug 15, 2018

জালে17 ‘পাইরেটস অফ বেঙ্গল’

সুন্দরবন থেকে মঙ্গলবার গভীর রাতে 17 জন ‘জলদস্যু’ গ্রেফতার করে পুলিশ

জালে17  ‘পাইরেটস অফ বেঙ্গল’

ধৃতদের সঙ্গে  কোনও জঙ্গি সংগঠনবের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা:

এরা  কেউ জ্যাক স্পারো নয় কিন্তু সকলেই জলদস্যু বলে সন্দেহ পুলিশের । আর তাই আপাতর তাদের ঠিকানা শ্রীঘর।সুন্দরবন থেকে মঙ্গলবার গভীর রাতে 17 জন ‘জলদস্যু’ গ্রেফতার করে পুলিশ।  একটি ট্রলারে চেপে পালানোর সময় তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।  ঘটনা সম্পর্কে এক পুলিশ কর্তা জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে মাতলা নদীতে নজরদারি চালানোর  সময় একটি ট্রেলার দেখে পুলিশের সন্দেহ হয়।

খোঁজ খবর করতে ওই ট্রলারের দিকে এগিয়ে যান পুলিশকর্মীরা। সে সময় সেটি পালাতে শুরু করে।  আর তখনই ধাওয়া করতে শুরু করেন পুলিশ কর্মীরা।  তাতেইও গ্রেফতার হয় এই  17 জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে ধৃতদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে। কেন তারা নিয়ম ভেঙে এখানে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অমুমান কয়েকটি নৌকো  লুঠের পরিকল্পনা ছিল বাংলাদেশের এই বাসিন্দাদের। তবে শুধু নৌকো লুঠ করে পালিয়ে যাওয়া নাকি অন্য কোনও উদ্দেশ নিয়ে তারা এ দেশে ঢুকেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের সঙ্গে  কোনও জঙ্গি সংগঠনবের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গত বেশ কয়েক বছর ধরে জলপথ ব্যবহার করে জঙ্গিরা এদেশে ঢুকেছে। এদেরও সেরকম কোনও অভিপ্রায় ছিল কিনা তা জানতে শুরু হয়েছে জেরা।     

 

.