This Article is From Jan 12, 2020

এক আকাশে দু’টি সূর্য! ১৭ বছরের কিশোর খুঁজে পেল আশ্চর্য গ্রহ

সেই গ্রহ যে দু’টি সূর্যকে চক্কর কাটে, তার একটি আমাদের সূর্যের থেকে ১৫ শতাংশ বড়। অন্যটির আকার সূর্যের থেকে ছোট।

এক আকাশে দু’টি সূর্য! ১৭ বছরের কিশোর খুঁজে পেল আশ্চর্য গ্রহ

আমাদের নীল রঙের গ্রহ থেকে ১,৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি আবিষ্কার করেছে এক হাইস্কুলের পড়ুয়া!

ওয়াশিংটন:

এমন এক পৃথিবী যার আকাশে দু'টো সূর্য (Planet With 2 Suns)! কল্পনা নয়, সত্যিই তেমন এক গ্রহের সন্ধান মিলল। আমাদের নীল রঙের গ্রহ থেকে ১,৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত সেই গ্রহটি আবিষ্কার করেছে এক হাইস্কুলের পড়ুয়া! ১৭ বছরের উলফ কুকিয়ার। নাসার (NASA) গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ‘ইন্টার্ন' উলফ খুঁজে পেয়েছে সুদূর মহাকাশের এই আশ্চর্য গ্রহকে। নাসার উৎক্ষিপ্ত টেস উপগ্রহের মাধ্যমে সৌরজগতের বাইরে থাকা এমনই বহু গ্রহকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে। কিশোর উলফ আবিষ্কৃত গ্রহটির নাম টিওআই ১৩৮৮বি। সেটির আকার অবস্থিত নেপচুন ও শনি গ্রহের মাঝামাঝি। সেই গ্রহ যে দু'টি নক্ষত্রকে চক্কর কাটে, তার একটি আমাদের সূর্যের থেকে ১৫ শতাংশ বড়। অন্যটির আকার সূর্যের থেকে ছোট।

সিএনএন-কে উলফ কুকিয়ার জানিয়েছে, সে খুঁজে পেয়েছে ওই গ্রহটি। সেটি দু'টি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। নক্ষত্র দু'টি একে অপরকে প্রদক্ষিণ করে।

কালের খামখেয়ালি? সমুদ্র ফিরছে পাহাড়ের কোলে....

সে জানাচ্ছে, ‘‘আমার ইন্টার্নশিপের তৃতীয় দিনে আমি একটি সঙ্কেত আসতে দেখি টিওআই ১৩৩৮বি নামের এক সিস্টেম থেকে। শেষে বোঝা যায় সেটি একটি গ্রহ।''

২০১৮ সালের ৯ এপ্রিল নাসার উপগ্রহ টেসকে আকাশে উৎক্ষিপ্ত করা হয়। সিএএন সূত্রে জানা যাচ্ছে, প্রতি ৩০ মিনিটে সেটি ছবি তুলতে থাকে। মহাকাশের বিভিন্ন দিকে টানা ২৭ দিন ধরে ‌নজরদারি চালায় সেটি।

মহাশূন্যে ইডলি ও হালুয়া : মিশন গগনযানের এলাহি খাবার তালিকা দেখে নিন!

টেসের তোলা ছবির মধ্যে বহু ছবিতে বিজ্ঞানীরা লক্ষ করেছেন তারার ঔজ্জ্বল্যের তারতম্য। এর সাহায্যে তাঁরা খুঁজে পেয়েছেন নতুন গ্রহদের।   

.