This Article is From Jul 13, 2018

বঙ্গোপসাগর থেকে ধরা পড়ল 185 কেজির মার্লিন ফিস

মার্লিন ফিস সাধারণত শীতের অঞ্চলে পাওয়া যায়। বঙ্গোপসাগরে এই মাছটির উদ্ধার হওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর

Advertisement
অল ইন্ডিয়া

11 ফুট লম্বা ওই মাছটিকে দিঘার সৈকতে  8,500 টাকায় বিক্রি হয়েছে

কলকাতা :

যা পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে, তা এবার পাওয়া গেল বঙ্গোপসাগরের তীরে।  185 কেজির দৈত্যাকার মার্লিন ফিস উদ্ধার করা হল বঙ্গোপসাগর থেকে। বৃহস্পতিবার কয়েকজন মৎস্য বিশেষজ্ঞ গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে মাছেদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কারণ ব্যাখা করেন।

"মার্লিন ফিস সাধারণত শীতের অঞ্চলে পাওয়া যায়। বঙ্গোপসাগরে এই মাছটির উদ্ধার হওয়ার ঘটনা সত্যিই বিস্ময়কর", বলেন পূর্ব মেদিনীপুরের মৎস্য দফতরের অতিরিক্ত অধিকর্তা রামকৃষ্ণ সর্দার।

তিনি জানান, ওড়িশার ধামরা থেকে একজন মৎস্যজীবীর জালে ওই বিশাল মাছটি ধরা পড়ে। মঙ্গলবার তিনি 11 ফুট লম্বা ওই মাছটিকে দিঘার সৈকতে  8,500 টাকা দিয়ে বিক্রি করেন।

Advertisement

"অত্যন্ত দ্রুতগতির এই মাছটির গতিবেগ ঘন্টায় 129 কিলোমিটার। জলতল থেকে  70-80 ফুট ওপরেও ঝাঁপাতে পারে তারা", বলেন রামকৃষ্ণ সর্দার।

"এই মাছটির এমন দক্ষতার জন্যই আমেরিকার বিভিন্ন অংশে প্রবল জনপ্রিয় এটি এবং মাছ শিকার সংক্রান্ত বিভিন্নধরনের খেলার অংশও", বলেন তিনি।

Advertisement

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement