This Article is From Jun 25, 2019

মোবাইলে আসক্তি কমাতে মায়ের পরামর্শ, অভিমানে আত্মঘাতী মেয়ে

মা বুঝিয়েছিলেন, ফোনের ব্যবহার কমাতে। শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিল কিশোরী শ্রাবণী।

মোবাইলে আসক্তি কমাতে মায়ের পরামর্শ, অভিমানে আত্মঘাতী মেয়ে

ঠিক কোন কারণে এমন পথ বেছে নিতে হল শ্রাবণীকে তা জানতে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। (ফাইল)

হাইলাইটস

  • ফোনের ব্যবহার কমাতে বলায় আত্মহননের পথ বেছে নিল কিশোরী।
  • মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
  • পুলিশ তদন্ত শুরু করেছে।
হায়দরাবাদ:

উনিশ বছরের মেয়েকে (Teen) বাবা-মা বুঝিয়েছিলেন এত বেশি ফোন (Mobile phone) ব্যবহার না করতে। ভাবতেও পারেননি তার ফল হতে চলেছে মর্মান্তিক। শেষ পর্যন্ত আত্মহননের (Suicide) পথ বেছে নিল কিশোরী শ্রাবণী। সোমবার এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। ওইদিনও তার মা তাকে বুঝিয়েছিলেন, ফোনের ব্যবহার কমাতে। অতিরিক্ত ফোন ব্যবহারের জন্য, এই পরামর্শ মেনে নিতে পারেনি শ্রাবণী। রাজ্য পুলিশ শ্রাবণীর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওসমানিয়া জেনারেল হাসপাতালের দেহটি পাঠানো হয়েছে। পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ঠিক কোন কারণে এমন পথ বেছে নিতে হল শ্রাবণীকে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

NDTV Exclusive: ''আমরা অসফল হইনি'' জানালেন বালাকোট মিশনের পাইলট

সংবাদ সংস্থা এএনআই-কে পাঞ্জাগুট্টা থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আজ সন্ধ্যায় উনিশ বছরের এক কিশোরী শ্রাবণী আত্মহত্যা করেছে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমানোর জন্য তার মা তাকে পরামর্শ দিয়েছিলেন। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ঠিক কোন কারণে সে এই পথ বেছে নিল তা একমাত্র তদন্ত শেষ হলেই জানা যাবে।''

.