This Article is From Oct 31, 2019

কালীপুজোয় বিচ্ছিন্ন ঘটনায় ২দিনে আটক ১৯৬৫ জন

কালীপুজোর দিন গ্রেফতার করা হয় ১১৯০ জনকে। পরের দিন একই অপরাধে জড়িত থাকায় গ্রেফতার হয় আরও ৭৭৫ জন।

কালীপুজোয় বিচ্ছিন্ন ঘটনায় ২দিনে আটক ১৯৬৫ জন

বিচ্ছিন্ন ঘটনায় ২দিনে আটক বহু

কলকাতা:

নিষিদ্ধ আতশবাজি জ্বালানো, বিশৃঙ্খল আচরণ, এবং উৎসব উপলক্ষ্যে জুয়া খেলার অপরাধে কালীপুজো ( Kali Puja) এবং দীপাবলি (Diwali)--- এই দু'দিনে শহরের বিভিন্ন অঞ্চল থেকে  গ্রেফতার করা হয়েছে মোট ১৯৬৫ জনকে। বুধবার, কলকাতা পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। কালীপুজোর দিন গ্রেফতার করা হয় ১১৯০ জনকে। পরের দিন একই অপরাধে জড়িত থাকায় গ্রেফতার হয় আরও ৭৭৫ জন।

জুয়া খেলতে গিয়ে ধৃত ৫

খবর, উৎসব ঘিরে শহরে এই ধরনের অপরাধমূলক কাজ যাতে না ছড়ায় তার জন্য এবছর কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে শহরজুড়ে প্রহরায় মোতায়েন ছিলেন ৫ হাজার পুলিশ। পাশাপাশি, রাষ্ট্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকেও নিষিদ্ধ ১২৬ রকমের শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল। আলোর উৎসবের আগে কয়েক হাজার নিষিদ্ধ আতশবাজি শহর থেকে আটক করেছিল প্রশাসন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.