Read in English
This Article is From Jul 19, 2019

বিহারে পশুচোর সন্দেহে গণপ্রহারে মৃত দুই: সূত্র

জানা গেছে, তাদের সাথে আরও একজন ছিল, কিন্তু সে নিজের জীবন বাঁচায়ে সেখান থেকে পালতে সক্ষম হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া

গণপ্রহারে প্রাণ হারালেন বিহারের দুই ব্যক্তি

পাটনা:

গণপ্রহারে প্রাণ হারালেন বিহারের দুই ব্যক্তি, গবাদি পশু চুরির অভিযোগে প্রাণ হারাতে হয় এই দুই ব্যক্তিকে।  পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকেরাই তাদের পিটিয়ে হত্যা করেছে। জানা গেছে, তাদের সাথে আরও একজন ছিল, কিন্তু সে নিজের জীবন বাঁচায়ে সেখান থেকে পালতে সক্ষম হয়েছে।  

সংবাদ সংস্থা  ANI থেকে প্রাপ্ত তথ্যানুসারে, শুক্রবার সকালে বিহারের বানিয়াপুর গ্রামের সারান এলাকার স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে তিন ব্যক্তি। তাদের মতানুসারে, তারা নাকি গবাদি পশু চুরির উদ্দেশ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। গণপ্রহারে মৃত দুই ব্যক্তিকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। তৃতীয় ব্যক্তি নিজের প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালতে সক্ষম হয়েছে। 

মৃতদেহ গুলি নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য।   

Advertisement

এই মাসের প্রথম দিকে, ত্রিপুরাতে পশু চোর সন্দেহে গণপ্রহারে মারা যায় এক ব্যক্তি। বুধি কুমার নাম এই ব্যক্তির বয়স হয়েছিল ৩৬, জুলাইয়ের ২ তারিখে গণপ্রহারে মৃত্যু হয়েছে তার।  

Advertisement
Advertisement