This Article is From Mar 01, 2020

রবিবার ভোরে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ মধ্যপ্রদেশে! আটকে অন্তত ৩

রবিবার ভোরে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ মধ্যপ্রদেশে! আটকে অন্তত ৩

রবিবার ভোরে মধ্যপ্রদেশের সিংরাউলিতে ঘটেছে এই দুর্ঘটনা।

হাইলাইটস

  • মধ্যপ্রদেশে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! আটক অন্তত ৩ জন
  • ট্রেন দুটি এনটিপিসি'র বলে জানা গিয়েছে। একটা ট্রেন উত্তরপ্রদেশ যাচ্ছিল
  • অন্য ট্রেনটা খালি কারশেড ফিরছিল
ভোপাল:

রবিবার ভোর ৫টা নাগাদ মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালবাহী ট্রেনের (2-Cargo Trains Collide)। এই দুর্ঘটনার জেরে অন্তত ৩ জনের আটকে থাকার আশঙ্কা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংরাউলির এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি ট্রেন এনটিপিসি'র  (NTPC)। একটি ট্রেন উত্তরপ্রদেশের রিহান্দ নগর কয়লা পৌঁছতে যাচ্ছিল। অপর একটি ট্রেন খালি অবস্থায় কারশেড ফিরছিল। জানা গিয়েছে, লাইনচ্যুত ট্রেনদুটোকে সরাতে বড় ক্রেনের সাহায্য নেওয়া হয়েছে। জেলা পুলিশ ও এনটিপিসি'র কর্তারা ঘটনাস্থলে আছেন। উত্তেজিত স্থানীয়রা ভিড় জমিয়েছেন দুর্ঘটনাস্থলে। সিআইএসএফ আর জেলা প্রশাসনের কর্তারা দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। এক লাইনে দুটি ট্রেন কীভাবে এল? তা খতিয়ে দেখা হবে, রবিবার জানান এক এনটিপিসি কর্তা। 

ধংসস্তুপের নীচে আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সিআইএসএফ। 

(আরও আসছে...) 
 

.