This Article is From Jul 09, 2018

ফের গ্রেনেড হামলা জম্মু-কাশ্মীরের পুলবামাতে সিআরপিএফ ক্যাম্পে

নিরাপত্তাবাহিনী গতকালই পুলবামাতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডিকে নিষ্ক্রিয় করেছিল।

ফের গ্রেনেড হামলা জম্মু-কাশ্মীরের পুলবামাতে সিআরপিএফ ক্যাম্পে

দুটি হামলার ঘটনাই ঘটে পুলবামা জেলায়।

জম্মু ও কাশ্মীর:

কাশ্মীরের ত্রাল অঞ্চলে সিআরপিএফের ক্যাম্পে জঙ্গিদের গ্রেনেড হামলার কয়েক ঘন্টা পরেই তরাল অঞ্চলেরই বাতাগুন্দ অঞ্চলে আরও একটি হামলার খবর এল। যদিও, লক্ষ্যবস্তুর থেকে দূরে বিস্ফোরণ হওয়ায় কেউ হতাহত হয়নি।

ত্রালের সিআরপিএফ ক্যাম্পে 180 জন নিরাপত্তারক্ষীর ব্যাটেলিয়ন রয়েছে। তাদের ওপরেই হামলা চালানো হয় আজ সকালে। যদিও, কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এলাকটি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তাবাহিনী গতকালই পুলবামাতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডিকে নিষ্ক্রিয় করেছিল।

দক্ষিণ কাশ্মীরের পুলবামা-সিরনু রোডে একটি বালতির মধ্যে রাখা ছিল ওই বিস্ফোরকটি। বম্ব স্কোয়াডের লোক গিয়ে বিস্ফোরকটিকে ঠিক সময়ে নিষ্ক্রিয় করে দেয় বলে জানান এক আধিকারিক।

গোটা উপত্যকায় এখন নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলবামা জেলার বেশ কিছু অংশ তার ব্যতিক্রম নয়। তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল।

.