This Article is From Mar 10, 2019

মধ্য কলকাতা থেকে উদ্ধার ৮ লক্ষ টাকার জাল নোট, ধৃত ২

পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম দীপক মন্ডল ও জয় মন্ডল। তাঁদের কাছে জাল ২০০০ টাকার নোট ছিল সবই। আইপিসি বিভিন্ন বিভাগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মধ্য কলকাতা থেকে উদ্ধার ৮ লক্ষ টাকার জাল নোট, ধৃত ২
কলকাতা:

কয়েক লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রের খবর, শনিবার মধ্য কলকাতা থেকে পুলিশের জালে ধরা পড়েছে ওই দুই ব্যক্তি। তাঁদের কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে কলকাতা পুলিশ। 

সব্যসাচী দত্তের বাড়িতে ২ ঘণ্টার বৈঠকে মুকুল রায়! দলবদলের সম্ভাবনা বিধাননগরের মেয়রের?

ভারতীয় মুদ্রায় আট লক্ষ টাকার জাল নোট নিয়ে ওই দুই ব্যক্তি যে মধ্য কলকাতায় যাবেন তা নিয়ে নির্দিষ্ট তথ্য ছিল পুলিশের কাছে। শনিবার এসটিএফের অ্যান্টি-FICN দল চাঁদনি চকের কাছে ওই দুইজনকে আটক করে। তাঁদের কাছ থেকে ওই বিপুল মূল্যের জাল টাকা উদ্ধার হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশের এক কর্তা। 

মুকুল রায়ের সঙ্গে বৈঠক, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল

পুলিশ আরও জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম দীপক মন্ডল ও জয় মন্ডল। তাঁদের কাছে জাল ২০০০ টাকার নোট ছিল সবই। আইপিসি বিভিন্ন বিভাগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

.