তিন হিন্দু পুরোহিত সহ মোট ছ’টি খুনের অভিযোগ আছে এই দুজনের নামে।
হাইলাইটস
- খুনের অভিযোগ থাকা দুই ব্যক্তিকে এনকাউবন্টার করল উত্তর প্রদেশে পুলিশ
- পুলিশের অনুমতিতে গোটা ঘটনাটির ছবি তুললেন স্থানীয় সাংবাদিকরা
- মুস্তাকিম এবং নৌসাদ নামে ওই দুই ব্যক্তির খোঁজে সন্ধান চলছিল
আলিগড়: ক্যামেরাবন্দি এনকাউন্টার! খুনের অভিযোগ থাকা দুই ব্যক্তিকে এনকাউবন্টার করল উত্তর প্রদেশের আলিগড় জেলার পুলিশ।
সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে প্রস্তুত পাকিস্তান, মোদীকে চিঠি ইমরানের
পুলিশের অনুমতিতে গোটা ঘটনাটির ছবি তুললেন স্থানীয় সাংবাদিকরা। সেই ফুটেজে বন্দুক এবং পিস্তল হাতে পুলিশ কর্মীদের দেখা যাচ্ছে।
রক্তে ভাসল যাত্রীরা, মুম্বাইয়ে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজের বিমানের
জানা গিয়েছে মুস্তাকিম এবং নৌসাদ নামে ওই দুই ব্যক্তির খোঁজে গত দুদিন ধরে সন্ধান চালানো হচ্ছিল।
মহরমে অস্ত্র প্রদর্শন না করার অনুরোধ জানালেন ইদ্রিশ আলি
তিন হিন্দু পুরোহিত সহ মোট ছ’টি খুনের অভিযোগ আছে এই দুজনের নামে। কয়েকটি সূত্র ধরে তদন্ত চালিয়ে এই দু’জনের সন্ধান পাওয়া যায় ।
আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আলিগড়েত পুলিশ প্রধান অজয় সানি জানিয়েছেন, এই দু’জন লোক পুলিশের একটি দলকে অতিক্রম করে চলে যাচ্ছিল। আটকানোর চেষ্টা করতেই তারা গুলি চালায়। আমাদের তাড়া খেয়ে একটি পুরনো সরকারি ভবনে আশ্রয় নেয় তারা। তখনও গুলি চালাতে ওই দুজন।তাতে আমাদের একজন অফিসার আহত হয়েছেন। এর আগে আরও পাঁচ জনকে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। গত মাসে পুরোহিত ছাড়া দুই কৃষক সহ আর দু’জন খুন হন। গত বছর মার্চ মাস থেকে এ পর্যন্ত পুলিশি এনকাঊন্টারে মোট 66 জনের মৃত্যু হয়েছে। তবে এনকাউণ্টারের সংখ্যা 1,000-এরও বেশি। উত্তর প্রদেশের ডিজিপি ওপি সিং জানান অপরাধীকে সায়েস্তা করতে এনকাউন্টারকেই পাখির চোখ করেছেন তাঁরা। আর এ ধরনের এনকাউন্টারে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।