Read in English
This Article is From Apr 22, 2020

জুম অ্যাপ ব্যবহার করে হ্যাকারদের কবলে কলকাতার দুই পেশাদার কর্মী

দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর বাড়ি বসে কাজ তথা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর জন্য এই জুম অ্যাপটি জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

ওই দুই ব্যক্তিকে ইমেলে হুমকি দিয়েছে হ্যাকাররা। (প্রতীকী)

কলকাতা:

জুম (Zoom) ভিডিও কলিং অ্যাপ ব্যবহার করার পর র‌্যানসামওয়্যার হুমকির (Ransomware Threats) মুখে পড়লেন কলকাতার দুই পেশাদার কর্মী। তাঁদের বিটকয়েনে টাকা দিতে বলা হয়েছে ইমেল পাঠিয়ে। বুধবার একথা জানিয়েছে পুলিশ। হ্যাকারদের দাবি, অন্যথায় তারা ওই দুই কর্মীর কম্পিউটার থেকে পাওয়া তথ্য ফাঁস করে দেবে। কলকাতা পুলিশের এক সিনিয়র আধিকারিক একথা জানিয়েছেন। দুই ব্যক্তিই জুম ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। ওই পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, হ্যাকাররা হুমকি দিয়েছে টাকা না পেলে ওই দুই কর্মীর কম্পিউটারের সব তথ্য উড়িয়ে দেবে তারা।

পুলিশ জানিয়েছে, একজন কর্মীর কাছে হ্যাকাররা ১,০০০ মার্কিন ডলার চেয়েছে।

সাইবার অপরাধ শাখা ছাড়াও স্পেশাল টাস্ক ফোর্সও তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ আধিকারিক আরও জান‌িয়েছেন, হ্যাকারদের লক্ষ্য থাকে কম্পিউটারগুলিকে টার্গেট করে তাদের দুর্বল করে দেওয়া। এবং তারপর স্পর্শকাতর ফাইলগুলিকে আক্রমণ করা র‌্যানসামওয়্যারএর সাহায্যে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেলে যে লিঙ্ক পাঠানো হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জুম অ্যাপ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে যে এই অ্যাপটি সুরক্ষিত নয় ও সরকারি কোনও কাজে এই অ্যাপ ব্যবহার করা যাবে না।

দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর বাড়ি বসে কাজ তথা ‘ওয়ার্ক ফ্রম হোম'-এর জন্য এই জুম অ্যাপটি জনপ্রিয় হয়ে উঠেছে।
 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement