ধরা পড়ার আগে চিতাটি এক ব্যক্তিকে জখম করে
হাইলাইটস
- মানালিতে দু’টি চিতাবাঘের দেখা মিলেছে
- একটি চিতাবাঘ ধরা পড়লেও সেটি এক ব্যক্তি ও তিনটি কুকুরকে জখম করেছে
- অন্য চিতাটির খোঁজ চলছে
নিউ দিল্লি: হিমাচল প্রদেশের মানালি এলাকায় দু'টি চিতার দেখা মেলার পরে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। শোনা যাচ্ছে চিতা দু'টি ৩টি কুকুর ও এক ব্যক্তিকে আক্রমণ করে আহত করে দিয়েছে। বাসিন্দারা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট খবর পাওয়া মাত্রই চিতা দু'টিকে ধরার জন্য টিম পাঠিয়েছিল। কিন্তু দলটি সেই কাজে পুরোপুরি সফল হয়নি। তারা একটি চিতাকে ধরতে পেরেছেন।
ডিসলেক্সিয়া আক্রান্ত বিশেষ শিশুদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য মোদির, সমালোচনার ঝড়
তবে চিতাটি ধরা পড়ার আগে মানালির লগ হাট অঞ্চলের এক ব্যক্তিক আক্রমণ করে জখম করে দেয়। স্থানীয় লোকজনই কোনওক্রমে তাকে চিতার থাবা থেকে উদ্ধার করেন।
আপাতত ফরেস্ট ডিপার্টমেন্টের দলটি দ্বিতীয় চিতার খোঁজ চালাচ্ছে বলে এএনআই-এর রিপোর্টে প্রকাশিত।
পুরনো মানালি এলাকার বাসিন্দারা আবেদন জানিয়েছেন চিতাটিকে দ্রুত ধরে ফেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।