Read in English தமிழில் படிக்க
This Article is From Nov 22, 2019

গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি, মৃত ২

গাড়িতে কোনও নাম্বার প্লেট ছিল না। জনতাই গরু দুটিকে উদ্ধার করে। অভিযুক্তদের তুলে দেয় পুলিশের হাতে। গণপিটুনিতে মারা যায় দুই অভিযুক্ত।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

বেধড়ক মারে মৃত ২ (প্রতীক)

কলকাতা:

পশুপাচারকারি সন্দেহে বৃহস্পতিবার ১৩ জনকে গ্রেফতার করা হল কোচবিহারের মাথাভাঙা (Mathabanga) থেকে। খবর, স্থানীয় জনতা এদের মধ্যে ২ জনকে বেধড়ক মারধর করে। সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মুসলিম অধ্যাপক নিয়ে বিক্ষোভের মধ্যেই খুলল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ

খবর, বৃহস্পতিবার দুটি গরুকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল রবিউল ইসলাম আর প্রকাশ দাস। আন্দাজ ১৪ কিনি যাওয়ার পর তাদের গাড়ি থামিয়ে দেয় স্থানীয় মানুষ। তাঁদের দাবি, গাড়িতে কোনও নাম্বার প্লেট ছিল না। জনতাই গরু দুটিকে উদ্ধার করে। অভিযুক্তদের তুলে দেয় পুলিশের হাতে। গণপিটুনিতে মারা যায় দুই অভিযুক্ত। গাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।

Advertisement

বায়ু দূষণ নিয়ে আলোচনার সময় লোকসভায় গান গাইলেন বাবুল সুপ্রিয়

সম্প্রতি, পশ্চিমবঙ্গ বিধানসভা পশু পাচার রুখতে চলতি বছরে নয়া আইন প্রয়োগ করেছে। যেখানে, অভিযোগ প্রমাণিত হলে পশুপাচারকারীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।  

Advertisement

Advertisement