কলকাতার গোবিন্দপুর এলাকায় গত দুই মাস ধরে দুটি কিশোরীকে ক্রমাগত গ্যাংরেপের শিকার হতে হচ্ছে.
পীড়িতারা জানিয়েছে যে, একজন সিকিউরিটি গার্ড এবং তার বন্ধুরা মিলে ক্রমাগত তাদের ধর্ষণ করে গেছে. আরোপিদের গ্রেপ্তার করা হয়েছে এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের ভিত্তিতে মামলা রেজিস্টার করা হয়েছে.
কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের কাঠুয়াতে একটা আট বছরে মেয়েকে গ্যাং রেপ করে খুন করে দেওয়া হয়েছে. সেই ছোট্ট শিশুকে ধর্ষণ করার সময় মাদক দ্রব্য পর্যন্ত দেওয়া হোত, আর তারপর তাকে খুন করা হয়. ইন্দোরেও কিছু দিন আগে একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে.
এই ধরনের হিংসাত্মক ঘটনা প্রচন্ড ভাবে বৃদ্ধি পাওয়ার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 22 শে এপ্রিল ক্রিমিনাল ল (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স 2018 -এর স্বীকৃতি দিয়েছেন. যারা দরুন 12 বছরের নিচের মেয়েদের ধর্ষণ করা হলে তাদের জন্য ফাঁসির শাস্তি দাবি করা হয়েছে এবং 16 বছরের নিচের মেয়ের ধর্ষণ করা হলে তাদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে. (এএনআই)