This Article is From Feb 01, 2019

বেঙ্গালুরুতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বায়ুসেনার দুই প্রবীণ আধিকারিক

এই ঘটনায় স্কোয়াড্রন লিডার সমীর আব্রোল এবং সিদ্ধার্থ নেগির মৃত্যু হয়েছে।                                                   

বেঙ্গালুরুতে বিমান  দুর্ঘটনায় প্রাণ হারালেন বায়ুসেনার দুই প্রবীণ আধিকারিক

বায়ুসেনার তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

হাইলাইটস

  • বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বায়ুসেনার দুই প্রবীণ আধিকারিক
  • বেঙ্গালুরুর ইয়েমালুরুতে হ্যালের রানওয়েতে এই ঘটনাটি ঘটেছে
  • বায়ুসেনার তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে
বেঙ্গালুরু:

বিমান  দুর্ঘটনায় প্রাণ হারালেন বায়ুসেনার দুই প্রবীণ আধিকারিক। বেঙ্গালুরুর ইয়েমালুরুতে হ্যালের রানওয়েতে বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে। বায়ুসেনার তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপত্র জানিয়েছেন, এই ঘটনায় স্কোয়াড্রন লিডার সমীর আব্রোল এবং সিদ্ধার্থ নেগির মৃত্যু হয়েছে।

সেনেগাল থেকে গ্রেফতার নয়ের দশকে মুম্বইয়ের ‘ডন' রবি পুজারি

জানা গিয়েছে সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মিরেজ ২০০০ বিমান থেকে বেরতে গিয়েই এই ঘটনা ঘটেছে। এ ধরনের বিমানে জিরো- জিরো নামক এক বিশেষ সুবিধা থাকে। এর মানে জিরো স্পিড জিরো অল্টিচিউড। এই বিশেষ  সুবিধা থাকলে পরিস্থিতি ভাল না হলে বিমান দাঁড়িয়ে থাকা অবস্থাতেও চালক বা বিমানে থাকা অন্যরা বেরিয়ে আসতে পারবেন। সেটা করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

মিড ডে মিলের খিচুড়িতে মিলল বিশাল এক সাপ

সূত্রের খবর, কয়েকদিন আগে  বিমানটির প্রযুক্তিতে  কিছুটা  বদল এনেছিল হ্যাল। ঠিক কী কারণে এমন একটা ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।                                  

 বায়ুসেনার আধিকারিকদের প্রশিক্ষণের জন্য হ্যাল   এ ধরনের বিমান তৈরি করে থাকে। তাছাড়া কিছু দিন পর পর প্রযুক্তিতেও বদল আনে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা।  একই সঙ্গে  বেঙ্গালুরুর সেনা  বিমান বন্দরের দেখভালের দায়িত্বও পালন করে হ্যাল।

 

.