গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান হয়েছে
হাইলাইটস
- Two teenage sisters were found hanging from tree in Sambhal
- Police said they were thrashed by their mother for not feeding cattle
- In October, 15-year-old girl was found hanging from tree in UP's Mainpuri
সম্বল: রবিবার উত্তরপ্রদেশে গাছে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার। একদিন আগে তাদের মা দু বোনকে মারধর করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দিল্লি থেকে ২১২ কিলোমিটার দুরে সম্বল জেলার গ্রামে একটি গাছে দুই বোনের ঝুলন্ত উদ্ধার হয়। দুই বোনের বয়স ১৮ এবং ১৯ বছর।তাদের পরিবার জানিয়েছে, শনিবার তারা বাড়ি বের হয়। পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার পর দুজনেকই ধমক দেন তাদের মা। এরপর রাত থেকেই নিখোঁজ হয়ে যায় তারা।
আত্মরক্ষায় কুকুরকে পাথর, মর্মান্তিক পরিণতি দিল্লির যুবকের
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “গরুকে খেতে না দেওয়ায় দুই বোনকে তাদের মা ধমক দেন বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে”।
আবার মেঘালয়! অবৈধ খনিতে ধ্বস নেমে মৃত্যু দুই শ্রমিকের
গত বছরের অক্টোবরে উত্তরপ্রদেশের মইনপুরীতে গাছে ১৫ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয়।তাকে পিটিয়ে মারা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গলায় ওড়না বা চাদর জাতীয় কিছু দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলেছিল নাবালিকা।
২০১৪ সালে উত্তরপ্রদেশের বদাঁয়ুতে দুই নাবালিকা বোনকে গণধর্ষণ ও খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। সারা দেশ জুড়ে সেই ঘটনার রেশ পড়ে। এমনকী, বদাঁয়ুর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেয় রাষ্ট্রসংঘ।
(পিটিআই ও এএনআই থেকে পাওয়া তথ্য)