তদন্ত শেষ হওয়ার পরেই আরও তথ্য সামনে আসবে বলে জানায় পুলিশ
নয়ডা: সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিনের দুই সদস্যকে গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার করা হল। উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন স্কোয়াড (এটিএস) এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানের ফলে এই দুই জঙ্গি ধরা পড়ল বলে জানিয়েছে আধিকারিকরা।
এই দুই জামাত উল মুজাহিদিনের ধৃত সদস্যের নাম মুশারফ ওরফে মুসা এবং রুবেল আহমেদ। ধৃত দুই জঙ্গিই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছেন এসএসপি অজয় পাল শর্মা।
এই দুই জঙ্গিকে গ্রেটার নয়ডার সুরজপুর থানা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশের এটিএস এবং গোয়েন্দারা তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন অজয় পাল শর্মা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই জঙ্গি রাজধানীতে ভয়াবহ কোনও বিস্ফোরণের ছক কষছিল।
জিজ্ঞাসাবাদের পরেই এই ব্যাপারে আরও বহু তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
গোয়েন্দাদের কাছে খবর এসেছিল, কয়েকজন জামাত উল মুজাহিদিন জঙ্গি নিজেদের পোশাক কেনার জন্য রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে টাকা তুলছে।
1998 সালে শেখ আবদুর রহমানের তৈরি এই জঙ্গি সংগঠনটি গোটা বাংলাদেশে 500’রও বেশি বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত। 2005 সালেই এই সংগঠনটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)