১৩ জানুয়ারি সন্ধ্যায় এনআরএস হাসপাতালের সামনে কুকুরছানাগুলির প্রাণহীন দেহ উদ্ধার হয়
কলকাতা: ১৬ টি কুকুর ছানাকে মেরে ফেলার ঘটনায় নার্সিং এর দুই ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ। ১৩ জানুয়ারি সন্ধ্যায় এনআরএস হাসপাতালের সামনে কুকুরছানাগুলির প্রাণহীন দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মেয়েদের নিয়ে বিতর্কিত পোস্ট অধ্যাপকের, পরে মুছলেন নিজের পোস্ট
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে কুকুরছানাগুলির নিথর দেহ উদ্ধার করে বেলগাছিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড হাসবেন্ডারিতে পাঠানো হয়।
ধর্ম নয়, বর্ণ নয়, এই রাজ্যে উৎসবের ডাকনাম কৃষি, শীতযাপনের নাম ‘মাঘবিহু'
বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন এনআরএসের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা পশুপ্রেমী পুতুল রায়। তাঁর অভিযোগের ভিত্তিতে পশুদের প্রতি নিষ্ঠুর আচরণের ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।